নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর (IPL) মঞ্চে প্রায় বিভিন্ন সিনিয়ররা সুযোগ পেলেই অভিজ্ঞদের কাছে চলে যায়। প্রতি ম্যাচের শেষেই এমন ছবি দেখা যায়। এ বার এমন ছবি দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অনুশীলনে। যেখানে দারুণ ছন্দে থাকা উমেশ যাদব (Umesh Yadav) ধরা দিলেন 'মেন্টর'-এর ভূমিকায়। একাধিক তরুণ বোলারদের বলের গ্রিপ ধরা থেকে ডেলিভারি করার সময় সিম পজিশন কেমন থাকা উচিত সেটাই শেখালেন 'বিদর্ভ এক্সপ্রেস'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার নাইটদের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে 'উমেশ স্যার'-এর ক্লাসে মগ্ন দলের উঠতি জোরে বোলাররা। জুনিয়র জোরে বোলারদের টিপস দিতে গিয়ে উমেশ বলছেন, ‘সবার আগে বলের গ্রিপ ধরা ঠিক করতে হবে। যার গ্রিপ যত ভাল, সে তত জোরে ডেলিভারি করতে পারবে। তবে শুধু গ্রিপ ঠিক থাকলেই চলবে না,  লাইন ও লেন্থের উপরেই নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। এ বার আসি ডেলিভারি করার প্রসঙ্গ। হাতের অবস্থান সোজা রাখতে হলে বলকে তর্জনী ও মধ্যমার সাহায্যে সোজাসুজি ধরতে হবে। এরসঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠর উপরেও নিয়ন্ত্রণ দরকার। কারণ এই তিনটি আঙুলের সাহায্যে বলকে ঠিকমতো গ্রিপ করতে পারলেই সাফল্য আসবে। তবে সঠিক জায়গায় বল পিচ করার জন্য ব্যালান্স থাকাও খুব জরুরি। আমার বল ধরার গ্রিপ সহজাত। ফলে আমার আউট সুইং করাতে সুবিধা হয়। তবে তোমরা নিজেদের শক্তির উপর ভর করে এগিয়ে যেও।' 



চলতি আইপিএল-এ সাত ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন উমেশ। এরমধ্যে সেরা পারফরম্যান্স পঞ্জাব কিংসের (Punajb Kings) বিরুদ্ধে। ২৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতার শুরুতে পরপর সাফল্য পেয়ে একটা সময় বেগুনী টুপির মালিক ছিলেন টিম ইন্ডিয়ার এই জোরে বোলার। তবে দলের পারফরম্যান্স খারাপ হওয়ার জন্য এই মুহূর্তে অনেকটা পিছিয়ে গিয়েছেন এই ডানহাতি পেসার। তবে তাই বলে তরুণদের বোলিং স্কিল শেখানোর ক্ষেত্রে তিনি মোটেও পিছিয়ে যাননি। বরং নিজের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিলেন 'বিদর্ভ এক্সপ্রেস'। 


আরও পড়ুন: Umran Malik, IPL 2022: Kapil Dev-এর কাছ থেকে কোন টিপস পেলেন 'শ্রীনগর এক্সপ্রেস'? জানতে পড়ুন


আরও পড়ুন: David Warner, IPL 2022: সন্তানদের কোন কঠিন প্রশ্নের মুখে অজি ওপেনার? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)