নিজস্ব প্রতিবেদন: সিএবি-র সিনিয়র নক আউটের সেমিফাইনালে আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ধুন্ধুমার যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ড। যার জেরে আধঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকল। শেষপর্যন্ত সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে ম্যাচ শুরু হয়। ঘটনার সূত্রপাত কালিঘাট ব্যাট করার সময়। অভিমন্যু ঈশ্বরনের ক্যাচ স্লিপে ফিল্ডার ধরলেও তা সঠিকভাবে নেওয়া হয়নি বলে বাতিল করে দেন আম্পায়ার। তারপর আম্পায়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মোহনবাগান ক্রিকেটার-রা। লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আধঘণ্টারও বেশি সময় নেন আম্পায়ার। সেই সময় তাঁর দলের ক্রিকেটারদের মোহনবাগান ক্রিকেট সচিব মাঠের বাইরে ডেকে নেন বলে অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কলকাতার লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন ‘বস’, উগড়ে দিলেন ক্ষোভও


উল্লেখ্য, কালিঘাটের কাছে ৮ উইকেটে হেরে সিএবি সিনিয়র নকআউট থেকে ছিটকে গেল মোহনবাগান। প্রথমে ব্যাট করে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় সবুজ-মেরন। ২ উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় কালিঘাট।


আরও পড়ুন- ‘ফার্স্ট ক্রাশ’-এর কথা স্ত্রীকে জানাতে মানা করলেন ধোনি!