নিজস্ব প্রতিবেদন: আইপিএল কেবলই বিনোদন নয়, নতুন প্রতিভা খুঁজে আনার এক অভিনব প্রয়াসও। সংখ্যাগুরু ক্রিকেট বিশেষজ্ঞদের মত এখন এটাই। আইপিএল থেকেই ভারতীয় ক্রিকেট যে অসংখ্য তরুণ প্রতিভা পেয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার সাহস করবেন না কেউই। যাদের অনেকেই আগামীতে দেশবাসীকে গর্বিত করবেন বলে নিশ্চিত বিশেষজ্ঞরা। ছোট ফরম্যাটের ক্রিকেটে ঋষভ পন্থ, নীতীশ রানা, পৃথ্বী শ, শুভমান গিল, মাভিদের মতো উঠতি ক্রিকেটারদের সুযোগ দিয়ে প্রশংসা কুড়িয়েছে আইপিএল। তবে প্রশ্নের মুখে পড়েছে আম্পায়ারিংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পা ছুঁয়ে প্রণাম ভক্তের, আশীর্বাদ করলেন ধোনি
 
স্বদেশি আম্পায়ারদের ভুরিভুরি ভুল সিদ্ধান্তের কারণে মুখ পুড়েছে বিশ্বের সবথেকে জমকালো ক্রিকেট লিগের। অনেক ফ্র্যাঞ্চাইজি এও দাবি করেছে, ভুল আম্পায়ারিংয়ের কারণে পয়েন্ট হাতছাড়া হয়েছে তাদের। খাতায় কলমে ভুল স্বীকার না করলেও অনেকেই মেনেছেন, এবারের আইপিএলে আম্পায়ারিং অত্যন্ত নিম্নমানের। 


আরও পড়ুন- পুণে-র প্লে অফ এল কলকাতায় 


ভুল থেকে শিক্ষা নিয়ে আম্পায়ারিং-কে উন্নত করার দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই।ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদেরও প্রশিক্ষিত করার দাবিও উঠেছে।