নিজস্ব প্রতিবেদন: যুব বিশ্বকাপে মেগা লড়াই। মুখোমুখি জার্মানি ও ব্রাজিল। বড়দের বিশ্বকাপে শেষ দেখায় ব্রাজিলকে গোলের মালা পরিয়েছিল জার্মানি। রবিবাসরীয় যুবভারতীতে দাদাদের সেই লজ্জার হারের বদলা নেওয়ার লড়াইয়ে নামবে ব্রাজিলের ভবিষ্যত্। জিতলেই সেমিফাইনালে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুব বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড জার্মানির চেয়ে উজ্জ্বল। ১৯৯৭,১৯৯৯ ও ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ১৯৯৫ ও ২০০৫ সালে রানার্স। সেখানে যুব বিশ্বকাপ একবারও জিততে পারেনি জার্মানি। সেই ১৯৮৫ সালে রানার্স হয়েছিল তারা। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোতেও অনেক এগিয়ে সাম্বার দেশ। ১৯৮৯, ১৯৯১, ২০০১, ২০১৩, ২০১৫ যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। সেখানে জার্মানি ১৯৯১ সালের পর ফের কোয়ার্টার ফাইনালে উঠল। গোল খেয়েছে মাত্র একটি। তাদের ডিফেন্স কতটা শক্তিশালী এতেই স্পষ্ট। তেমনই আক্রমণের ধার।  


অন্যদিকে কলম্বিয়াকে চার গোলে হারিয়ে যুবভারতীতে নামছে জার্মানি। তারা চার ম্যাচে তিনটে জিতেছে। মোট ৯টি গোল করেছেন জার্মান ফুটবলাররা। গোল হজম করেছে ৬টি। 


ধারেভারে জার্মানির চেয়ে কয়েক যোজন এগিয়ে ব্রাজিল। রেকর্ডের দিক থেকেও সাম্বার দেশের ধারেকাছে নেই জার্মানি। কিন্তু ৯০ মিনিটের ম্যাচে আগে থেকে অনুমান করতে বুকে হাত রাখতে হবে তাবড় ফুটবলবোদ্ধাদের। জমজমাট একটা ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে যুবভারতী ক্রীড়াঙ্গন।


আরও পড়ুন, রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি ব্রাজিল-জার্মানি