ওয়েব ডেস্ক: প্রয়াত বাবার জন্য বিশ্বকাপ জিততে চান ভারতের অনুর্ধ্ব সতেরো দলের ফুটবলার মিতাই। বাবার শেষ কথাগুলোই তাতাচ্ছে এই তরুণ ফুটবলারকে। ১৯৯৯ সালের বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারিয়েছিলেন সচিন তেন্ডুলকর। দেশে ফিরে বাবার শেষকৃত্য সম্পূর্ণ করে ফের ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন আধুনিক ডন। জীবনের কঠিনতম অধ্যায় তারপর কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে শতরান করেছিলেন মাস্টার-ব্লাস্টার। শতরান করে আকাশের দিকে সচিনের ব্যাট তোলার ছবি দেখেছিল ক্রিকেট দুনিয়া। ভারতের অনুর্ধ্ব সতেরো দলের ফুটবলার নিনটোইংবানবো মিতাই যেন সেই সচিনের স্মূতিকে আরও একবার মনে করিয়ে দিলেন। দুমাস আগে দিল্লিতে তখন চলছিল ভারতের যুব দলের প্রস্তুতি শিবির। সেই সময় বাড়ি থেকে ফোনে বাবার মৃত্য সংবাদ পায় মনিপুরের এই ফুটবলার। কান্নায় ভেঙে পড়েছিল এই মিডফিল্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এক ঝলকে চিনে নিন বিশ্বকাপে খেলতে চলা ২১ জন ভারতীয় ফুটবলারকে


মা ও দিদির পাশে দাঁড়াতে একটা সময় বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনা করলেও শেষ পর্যন্ত শিবির ছাড়েনি মিতাই। জাতীয় দলে জায়গা কোনওভাবেই হারাতে চায়নি ভারতের তরুণ এই ফুটবলার। বিশ্বকাপে খেলবে বলে বাবাকে যে কথা দিয়েছিল পাহাড়ি এই ফুটবলার। শেষ মুহূর্তে  বিশ্বকাপ ঘিরে মিতাইয়ের মোবাইলে বার্তা দিয়েছিলেন মিতাইয়ের বাবা। দেশের হয়ে বিশ্বকাপে খেলতে নামার আগে বাবার সেই বার্তা মিতাইয়ের কানে বাজে এখনও। বাবাকে হারানোর শোক  বিশ্বকাপে ছাপ রেখেই ভুলতে চায় মিতাই।


আরও পড়ুন  জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?