Under-19 World Cup Final: শুরু থেকেই বাংলাদেশের স্লেজিং! যশস্বীর ব্যাটে জবাব দিচ্ছে ভারত
নিজস্ব প্রতিবেদন: পচেস্ট্রুমে প্রথম বল থেকেই স্লেজিং। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বোলাররা নতুন অস্ত্র প্রয়োগ করে চলেছেন ম্যাচের শুরু থেকেই। ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি।
ভারতের দুই ওপেনার যশস্বী ও দিব্যাংশ শুরু থেকেই ধরে খেলতে থাকেন। ১৭ বল খেলে মাত্র ২ রান করে আউট হন ভারতের দিব্যাংশ সাক্সেনা। বাংলাদেশের পেসাররা ক্রমাগত স্লেজিং করে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন। এরপর যশস্বী জসওয়ালের সঙ্গে জুটি বাঁধেন তিলক ভার্মা। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি বাঁধেন তাঁরা। বাংলাদেশি বোলারদের দুরন্ত বোলিংয়ের পাশাপাশি তাঁজদের ফিল্ডিং এদিন মন কেড়ে নেয় দর্শকদের। ভারতের বিরুদ্ধে ফাইনালে মাঠে নেমে যেন বাড়তি জোশ দেখা যাচ্ছে টাইগারদের।
তবে ঠাণ্ডা মাথায় ব্যাট করে যাচ্ছেন যশস্বী জসওয়াল। ফাইনালেও হাফ সেঞ্চুরি করলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে তিলক ৩৮ রানে ফিরে গেলেন সাজঘরে। ৩০ ওভার শেষে ভারতের রান ২ উইকেট হারিয়ে ১০৭।
আরও পড়ুন - হাওয়া গরম করে দিচ্ছে বাংলাদেশের স্লেজিং! আউট দিব্যাংশ, স্লো এগোচ্ছে ভারতের ইনিংস