নিজস্ব প্রতিবেদন: আসল পরীক্ষায় ফেল রাশিয়া। প্রথম শক্ত প্রতিপক্ষের সামনে পড়তেই দলের ফাঁক-ফোকড় বেরিয়ে এল। রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পৌছে গেল উরুগুয়ে। এই ম্যাচের আগেই নকআউটে পৌঁছে গিয়েছিল ২ দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আন্তর্জাতিক ম্যাচই খেলেননি! ‘আনকোরা’ আরমানিই নাইজেরিয়া ম্যাচে মেসিদের ‘গেট-কিপার’


সোমবারের ম্যাচ ছিল গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাওয়ার লড়াই। এদিন ম্যাচের ১০ মিনিটে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে যান লুই সুয়ারেজ। কিছু পরেই ডেনিস চেশেভের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় উরুগুয়ে। খেলার শেষ লগ্নে সেটপিস থেকে গোল করে রাশিয়ার কফিনে শেষ পেরেক পোতেন এডিনসন কাভানি।


আরও পড়ুন- নাইজেরিয়ার বিরুদ্ধে 'পয়া' রেফারি পাচ্ছেন মেসিরা!


অন্যদিকে, নিয়মরক্ষার ম্যাচে জয়ের সান্ত্বনা পুরস্কার পেল সৌদি আরব। শেষ ম্যাচে মিশরকে হারাল ২-১ গোলে। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল দুদলই। এদিন ম্যাচের ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ সালা। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে সৌদির হয়ে সমতা ফেরান সলমান। খেলার ইঞ্জুরি টাইমে গোল করে সৌদিকে জয় এনে দেন সালেম। 



আরও পড়ুন- রোনাল্ডকেই ‘দ্য গোট’ খেতাব দিলেন বিরাট