নিজস্ব প্রতিবেদন: পিট সাম্প্রাসের সঙ্গে একাসনে চলে এলেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে জুয়ান মার্টিন দেল পোত্রোকে উড়িয়ে দিয়ে জিতে নিলেন জীবনের ১৪তম গ্রান্ড স্লাম। রাফায়েল নাদালের থেকে আর মাত্র ৩টি গ্রান্ড স্ল্যামে পিছিয়ে জোকোভিচ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অজেয় ভারত, অটল বিজেপি, ২০১৯-এ দলের স্লোগান ঘোষণা করলেন মোদী


ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ দেল পোত্রোকে হারিয়ে দেন স্ট্রেট সেটে। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ ও ৬-৩। ২০১১ ও ২০১৫ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকারকে অবশ্য কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন পোত্রো। সেকেন্ড সেটে জোকোকে ঘামিয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি পোত্রোরো। তবে মাথা ঠাণ্ডা রেখে খেলায় টিকে থাকেন নোভাক।



আরও পড়ুন-রাজীব হত্যাকারীদের মুক্তি দিতে রাজ্যপালের কাছে আর্জি জানাবে তামিলনাড়ু সরকার


হাঁটুর অস্ত্রপচার থেকে ফিরে চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে জিতলেন সার্বিয়ান স্টার। রবিবার যে কোর্টে খেলে ইউএস ওপেন খেতাব জোকো তুলে নিলেন সেখানেই জীবনের ১৪তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন পিট সাম্প্রাস।