পুরুষদের সেমিফাইনাল
নোভাক জকোভিচ (সার্বিয়া) বনাম মনফিলিস (ফ্রান্স)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলাদের সেমিফাইনাল
অ্যাঞ্জেলা কার্বারা (জার্মানি) বনাম ক্যারলাইন ওয়াজনিয়িকা


ওয়েব ডেস্ক: রাফায়েল নাদালকে হারিয়ে সাড়া ফেলে দেওয়া লুকাস পাউলির স্বপ্নের যাত্রা শেষ। কোয়ার্টার ফাইনালে নাদাল ঘাতক লুকাসকে হারালেন তাদের দেশে ফ্রান্সেরই মনফিলিস। সেমিতে ওঠার ম্যাচে দশম বাছাই মনফিলিস ৬-৪,৬-৩,৬-৩।


আরও পড়ুন- হবু প্রেসিডেন্টের স্ত্রী-কে এ কেমন উপহার!


২০০৮ সালের পর প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন ফাইটার হিসেবে পরিচিত মনফিলিস। মনফিলিসের সামনে সেমিতে নোভাক জকোভিচ। যিনি আবার জিতলেন বিপক্ষ খেলোয়াড় চোট পাওয়ায়। কোয়ার্টার ফাইনাল ম্যাচে জকোভিচ ৬-৩,৬-২ পরপর দুটো সেটে এগিয় তখনই চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গা। চলতি ইউএস ওপেন এই নিয়ে তিনটে ম্যাচে জোকার জিতলেন বিপক্ষ খেলোয়াড় চোট পেয়ে ম্যাচ ছাড়ায়। যা একটা রেকর্ড। দ্বিতীয় রাউন্ডে জকোভিচের বিরুদ্ধে ভেসেলে নামতে না পারায় বাই পেয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন। তৃতীয় রাউন্ডে মিখাইল ইউজানি প্রথম সেটেই চোট পেয়ে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। আর এবার কোয়ার্টার ফাইনালে সেই চোট কাণ্ডের ফলে এগোলেন জোকার।


আরও পড়ুন- টি২০-তে ম্যাক্সওয়েলের ১৪৫, বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার


মহিলাদের সেমিফাইনালে উঠলেন ক্যারোলাইন ওয়াজনিয়াকি। ২০০৯ ও ২০১৪ সালের রানার্স আপ ওয়াজনিয়াকি টুর্নামেন্টে অবাছাই হিসেবে খেলতে নেমে কোয়ার্টার ফাইনালে ৬-০,৬-২ হারালেন লাদভিয়ার আনসটাজিয়া সেভাসতোভাকে। কার্বার ৭-৫,৬-০ জিতলেন রবার্তো ভিঞ্চিকে।