ওয়েব ডেস্ক: রুপকথার পরিসমাপ্তি বোধোয় একেই বলে। অলিম্পিকে ত্রিপল হ্যাটট্রিক করেই থামলেন উসেইন বোল্ট। শনিবার সকালে অলিম্পিক কেরিয়ারের শেষ ইভেন্টে নেমেছিলেন এই জামাইকান। ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলেতে সোনা জিতল জামাইকা। সোনা জেতালেন সেই থান্ডার বোল্ট। সাম্বার দেশে শেষবারের মতো বোল্টের ঝলকানিতে কেঁপে উঠল স্টেডিয়াম। প্রতিপক্ষকে হেলায় হারালেন বিশ্বের দ্রুততম অ্যাথলিট। অলিম্পিকে নটি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন বোল্ট। দুহাজার আটের বেজিং অলিম্পিক থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্ট জমানা শুরু। মাঝে লন্ডন অলিম্পিক হয়ে রিও। তিনটি অলিম্পিকে নটি ইভেন্টে নেমেছেন বোল্ট। নটিতেই সোনা জিতে বিরলতম নজির গড়লেন তিনি। যে নজির কারোর নেই। পিছনে ফেলে দিলেন সবাইকে। তাই তো চ্যাম্পিয়নের মতোই বোল্ট বলছেন I AM THE GEATEST। অলিম্পিকে সাফল্যের জন্য বোল্ট কৃতিত্ব দিচ্ছেন কঠিন পরিশ্রমকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারত ব্যাডমিন্টনে সিন্ধুর হাত ধরে পদক পাচ্ছে 'সক্রেটিস'-এর জন্য!


ক্রীড়াক্ষেত্রে কিছু রেকর্ড গড়া হয়। কিছু রেকর্ড ভেঙেও যায়। তবে অনেক রেকর্ড মিথ হিসেবে থেকে যায়।  বোল্টের রেকর্ডটা ঠিক সেরকমই। যে রেকর্ডটা ভাঙতে রীতিমত খাম ছুটে যাবে ভবিষ্যতের অ্যাথলিটদের।


আরও পড়ুন  দেশের সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রীর আজ জন্মদিন, জানুন পাঁচটি তথ্য