IPL Media Rights: আইপিএল মিডিয়া সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়!
২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) বিত্রি হল রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা লক্ষ্মীলাভ হল ভারতীয় ক্রিকেট বোর্ডের (The Board of Control for Cricket in India, BCCI)! মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) টুইট করে জানিয়ে দিলেন সেই কথা। মুম্বইয়ে অনুষ্ঠিত তিন দিনের নিলাম শেষ।
নিজস্ব প্রতিবেদন: ২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) বিত্রি হল রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা লক্ষ্মীলাভ হল ভারতীয় ক্রিকেট বোর্ডের (The Board of Control for Cricket in India, BCCI)! মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) টুইট করে জানিয়ে দিলেন সেই কথা।
জয় শাহ এদিন লেখেন, "আইপিএলের শুরুর দিন থেকে বৃদ্ধি শব্দটা সমার্থক। আজ ব্র্যান্ড আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের রেড-লেটার ডে। ই-নিলামের মূল্যায়ন দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা। প্রতি ম্যাচের দামের নিরিখে আইপিএল এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় দামি লিগ।"
মুম্বইয়ে অনুষ্ঠিত তিন দিনের নিলাম শেষ। বিসিসিআই ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ১৬, ৩৪৭, ৫০ কোটি টাকা স্টার স্পোর্টস নেটওয়ার্ককে মিডিয়া রাইটস বিক্রি করেছিল। এবার প্রায় তিনগুণ বেশি লাভ করল বিসিসিআই। বিসিসিআই-এর প্রত্যাশা ছাপিয়ে গেল। দু'টি ভিন্ন সম্প্রচারকারী সংস্থা বিডিং যুদ্ধে লড়াই করে বাজিমাত করেছে। ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৭৫৮ কোটি টাকায়। ভারতীয় উপমহাদেশে টিভি সত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়।
আইপিএল মিডিয়া স্বত্ব:
টিভি স্বত্ব: ২৩ হাজার ৫৭৫ কোটি টাকা (ম্যাচ পিছু ৫৭.৪০ কোটি টাকা)
ডিজিটাল স্বত্ব: ২০ হাজার ৫০০ কোটি টাকা (ম্যাচ পিছু ৫০ কোটি টাকা)
ডিজিটাল (নন এক্সক্লুসিভ ১৮টি ম্যাচ): ৩ হাজার ২৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ৩৩.২৪ টাকা)
বিদেশি স্বত্ব: ১০৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ২.৬ কোটি টাকা)
টিভি স্বত্ব: ২৩ হাজার ৫৭৫ কোটি টাকা (ম্যাচ পিছু ৫৭.৪০ কোটি টাকা)
ডিজিটাল স্বত্ব: ২০ হাজার ৫০০ কোটি টাকা (ম্যাচ পিছু ৫০ কোটি টাকা)
ডিজিটাল (নন এক্সক্লুসিভ ১৮টি ম্যাচ): ৩ হাজার ২৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ৩৩.২৪ টাকা)
বিদেশি স্বত্ব: ১০৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ২.৬ কোটি টাকা)
আরও পড়ুন: Ranji Trophy Semi-final: মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ব্যাকফুটে বাংলা
আরও পড়ুন: Jelena Dokic: '২৭ তলার বারান্দা থেকে ঝাঁপাতে চেয়েছিলাম!' বিস্ফোরক প্রাক্তন টেনিস তারকা