নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড মহারণ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। কেনিংটন ওভালে গত টেস্টে ভারত ১৫৭ রানের দুরন্ত জয়ে সিরিজে ২-১ এগিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওভাল টেস্টের একটি ঘটনা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনা অব্যাহত। একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, ড্রেসিংরুমে যাওয়ার পথে একটি পড়ে থাকা জলের বোতল কুড়িয়ে নেন বিরাট কোহলি (Virat Kohli)। চলার পথ পরিস্কার করার জন্যই স্বচ্ছতার এই দৃষ্টান্ত রেখেছিলেন ভারত অধিনায়ক। 



আরও পড়ুন: Manchester Test: কোহলিরা কোভিড নেগেটিভ, শুক্রবার থেকেই শুরু পঞ্চম টেস্ট


কোহলি আসার আগেই ইংরেজ ক্যাপ্টেন জো রুটও (Joe Root) সেই পথ দিয়েই গিয়েছিলেন। কিন্তু তিনি জলের বোতল উপেক্ষা করেই এগিয়ে যান। রুট যা করেননি তাই করে দেখালেন বিরাট! এই মর্মেই কিং কোহলির প্রশংসায় মজেছেন নেটিজেনরা। অন্যদিকে কোভিডের কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রথমে। কিন্তু আশঙ্কার মেঘ কাটিয়ে শেষ পর্যন্ত খেলা হচ্ছে।


 (Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)