ধোনির মেয়ে জিভার সঙ্গে বিরাটের এই ভিডিও এখন ভাইরাল
ওয়েব ডেস্ক: ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামলে, এই মুহূর্তে বিশ্বের সব সেরা বোলারদের কাছেই ত্রাস। অথচ, সেই বিরাট কোহলির সঙ্গেই যখন থাকেন অনুষ্কা শর্মা, তখন তিনি যেন বলিউডের রোম্যান্টিক নায়ক। কিন্তু বাচ্চাদের সঙ্গেও বোলারদের কাছে 'ভয়ঙ্কর ব্যাটসম্যান' বিরাট কোহলি যেন নিজেও হয়ে যান একেবারে 'বাচ্চা'-ই। সম্প্রতি ধোনির রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেললো ভারত। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েও দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেখানেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার সঙ্গে খানিকটা সময় কাটান ক্যাপ্টেন কোহলি।
আরও পড়ুন যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা
আর সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বিরাট এবং জিভার সেই কথপোকথনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাহলে, আপনিও বা সেটা না দেখে থাকবেন কেন? তাই আপনিও দেখে নিন 'কোহলির সঙ্গে জিভার রিইউনিয়ন'।
আরও পড়ুন বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের করে দেওয়ার দাবি করলেন নেইমার!