নিজস্ব প্রতিবেদন: চলতি টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতের হয়ে পদক জয়ের অন্যতম সেরা দাবিদার ছিলেন তিনি। কিন্তু বিনেশ ফোগাটের (Vinesh Phogat) এবারের মতো অলিম্পিক্স অভিযান শেষ হয়ে গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টোকিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীরকে। বৃহস্পতিবার বিনেশের প্রতিপক্ষ সেমিফাইনালে হেরে যাওয়া রেপেশাজে ব্রোঞ্জ পদক জেতার আশাও শেষ হয়ে গেল ফোগাটের।


আরও পড়ুন: Ravi Dahiya: রুপো জয়ের জন্য রবি দাহিয়াকে শুভেচ্ছা, টুইট করলেন PM Modi, Kovind


এদিন প্রি কোয়ার্টার ফাইনালে অলিম্পিক ব্রোঞ্জজয়ী সোফিয়া ম্যাটসনকে ৭-১ হারানোর পরেই কোয়ার্টার ফাইনালে ওঠেন বিনেশ। কিন্তু শেষ আটের লড়াইয়ে তিনি ভানেসা কালাদজিনস্কায়ার কাছে ৯-৩ হেরে যান। ভানেসা ফাইনালে উঠলে রেপেশাজে রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকত বিনেশের কাছে। কিন্তু ভানেসা সেমিফাইনালে হারতেই বিনেশের পদকের স্বপ্ন শেষ হয়ে যায়।


কমনওয়েলথে জোড়া সোনা জেতার পাশাপাশি বিনেশ এশিয়ান গেমসেও পেয়েছেন সোনা। অলিম্পিক্সে নামার আগে হাঙ্গেরির বুদাপেস্টে তিন মাসের কাছাকাছি প্রস্তুতিও সেরেছিলেন বিনেশ। অলিম্পিক্সে ৫৩ কেজির বিভাগে শীর্ষ বাছাই ছিলেন ভিনেশ। কিন্তু শেষরক্ষা হল না তাঁর। দেশবাসীর স্বপ্নপূরণে ব্যর্থ বিনেশ। গতবার রিও অলিম্পিক্সেও চোটের জন্য ছিটকে যান বিনেশ। এবারও ছাপ রাখতে পারলেন না তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)