Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্সে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন Vinod Kumar
প্যারালিম্পিক্সে ভারতের তৃতীয় পদক চলে এল।
নিজস্ব প্রতিবেদন: প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতের পদক বন্যা! রবিবার টোকিও থেকে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন বিনোদ কুমার। এদিন ডিসকাসের এফ-ফিফটিটু ফাইনালে ১৯.৯১ মিটার ছুড়ে এশিয়ান রেকর্ড করে ব্রোঞ্জ জিতলেন বিনোদ। উত্তর-তিরিশে ডিসকাসের কেরিয়ার শুরু করেন বিনোদ। ৪২ বছর বয়সে দেশকে অলিম্পিক্স থেকে পদক এনে দিলেন তিনি।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: ফের রুপো ভারতের, এবার Nishad Kumar
দেখতে গেলে রবিবাসরীয় প্যারালিম্পিক্সে ভারতের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সকালে দেশকে টেবিল টেনিসে রুপো এনে দিয়েছিলেন ভাবিনা কুমার। বিকালে হাই জাম্পে রুপো জেতেন নিষাদ কুমার। সন্ধ্যায় ব্রোঞ্জ এল বিনোদ কুমারের। বিনোদকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক লিখেছেন যে, খেলায় মনের জোরই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে সাতটি পদক এসেছিল। আর এদিন প্যারালিম্পিক্স থেকেই ভারতের ঝুলিতে চলে এল তিনটি পদক।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)