ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা করতে হবে মঙ্গলবার বিকেলের মধ্যেই, নির্দেশ দিলেন শীর্ষ আদালত কর্তৃক নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস-এর চেয়ারম্যান বিনোদ রাই। স্পোর্টস্টারলাইভ ডট কমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিনোদ রাই নাকি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। বিসিসিআই সিইও রাহুল জোহরি এবং কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ চৌধুরীকে নাকি মঙ্গলবার বিকেলের মধ্যেই কোচের নাম ঘোষণা করে দেওয়ার কথা বলেছেন বিনোদ রাই। পড়ুন- বিরাটের সঙ্গে কথা না বলে কিছু নয়! কোচ বাছাই হলেও আপাতত স্থগিত নাম ঘোষোণা 



নাটক। নাটক। আর নাটক। প্রতি মুহূর্তেই গল্পে নতুন মোড়। আবার সেখান থেকেই শুরু হচ্ছে নতুন 'খেলা'। সোমবারই ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা হবে, এমনটাই ঠিক ছিল। প্রাক্তন আর বর্তমানের 'ঠাণ্ডা লড়াই' সেই ঘোষণাকে স্থগিত করে রেখেছে। ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি সোমবার বিকেলে সাংবাদিক সন্মেলন করে জানিয়ে দেন, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা না বলে বিসিসিআই এবং উপদেষ্টা কমিটি নাম ঘোষণা করবে না। অধিনায়কের বোঝা উচিত, কোচ কীভাবে কাজ করতে চাইছেন। তাই তাড়াহুড়ো না করে সময় নিয়েই ভারতীয় কোচের নাম ঘোষণার আনুষ্ঠানিকতাকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সচিন-সৌরভ-লক্ষ্মণদের উপদেষ্টা কমিটি। ২৪ ঘণ্টাও কাটল না, শীর্ষ আদালত কর্তৃক নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস-এর চেয়ারম্যান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দিল, মঙ্গলবার বিকেলের মধ্যেই ভারতীয় কোচের নাম ঘোষণা করতে হবে। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়!