নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: ১৯৯৪ সালে চতুর্থবারের জন্য বিশ্বকাপ (FIFA World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল৷ ট্রফি উঠেছিল দুঙ্গাদের হাতে৷ সে বছর কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল ৩-২ হারিয়েছিল নেদারল্যান্ডসকে৷ পাঁচ গোলের থ্রিলার আজও ভুলতে পারেননি ব্রাজিলের ফ্যানেরা৷ এই ম্যাচে ব্রাজিলের হয়ে স্কোরশিটে নাম লিখেছিলেন রোমারিও (Romario), বেবেতো (Bebeto) ও ব্রাঙ্কো৷ আর এই ম্যাচের কয়েকদিন আগেই বেবেতো বাবা হয়েছিলেন৷ ম্যাচে গোল করার পর বেবেতো তার ছেলে ম্যাথিউজের জন্য বিশেষ একটা সেলিব্রেশন করেছিলেন৷ হাত দু'টোকে সামনে নিয়ে এমন ভাবে দুলিয়ে ছিলেন, দেখলে মনে হবে যেন তিনি কোনও শিশুকে দোল দিচ্ছেন৷ এই সেলিব্রেশন ফুটবল ইতিহাসে আইকনিক Baby-cradling celebration হয়েই স্থান পেয়ছে৷ এরপর বহু ফুটবলার বাবা হওয়ার পর মাঠে নেমে গোল করে এই 'বেবি সেলিব্রেশন' করেছেন৷



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2020: অপ্রতিরোধ্য় RCB! সেঞ্চুরি করলেন Devdutt Padikkal, বিরাটরা জিতলেন ১০ উইকেটে


এবার আইপিএলে 'বেবি সেলিব্রেশন' করে বেবেতোকে মনে করালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)৷ মেয়ে ভামিকা তাঁর জীবনে আসার পর এই প্রথম আইপিএলের মঞ্চে অর্ধ শতরানের স্বাদ পেলেন কোহলি৷ ঠিক যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন কিং কোহলি৷  রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে পঞ্চাশ রান পূরণ করতেই তিন মাসের ছোট্ট ভামিকার জন্য বিরাট সেলিব্রেশন করলেন মাঠেই৷ গ্যালারির দিকে তাকিয়ে স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) উদ্দেশ্যে প্রথমে ফ্লাইং কিস দেন তিনি৷ তারপর ভামিকার জন্য করেন 'বেবি সেলিব্রেশন'৷ এই মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ গত ১১ জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে ভামিকা৷ তাঁরা এখন গর্বিত বাবা-মা৷ কোহলি আইপিএলের জন্য এই শহর থেকে ওই শহর ঘুরছেন৷ কঠিন কোভিড (C0VID-19)পরিস্থিতিতে অনুষ্কা-ভামিকার সঙ্গ ছাড়েননি কোহলি৷ বিরাট রয়েছেন পরিবারের সঙ্গেই৷ আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে আরসিবি৷ টানা চার ম্যাচ জিতে আট পয়েন্টের সৌজন্যে বিরাটরা এখন লিগ টেবিলে সবার ওপরে। গত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রাজস্থানের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে বিরাট অ্যান্ড কোং।