নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ে মঙ্গলবার ব্যাটে-বলে বাইশ গজে বিরাটদের ধরাশায়ী করেছে অস্ট্রেলিয়া। মাত্র ২৫৫ রানে ভারতকে আটকে রাখেন অজি বোলাররা। এরপর ব্যাট হাতে ভারতীয় বোলারদের শাসন করেন অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার। ১০ উইকেটে হারল কোহলির দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৫ বছর পর আবার দেশের মাটিতে লজ্জার হার ভারতের। শেষবার ২০০৫ সালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে হারায় ভারতকে। গতকালের পর এই নিয়ে মোট পাঁচবার ওয়ান ডে ক্রিকেটে ১০ উইকেটে লজ্জার হার হল ভারতের।


১০ উইকেটে এর আগে ভারত চারবার হারলেও অস্ট্রেলিয়ার কাছে এই প্রথমবার ১০ উইকেটে হারল ভারত। ব্যাগি গ্রিন টুপির কাছে দেশের মাটিতে অসহায় আত্মসমর্পণ এভাবে এর আগে কখনও ভারতের হয়নি। আর সেই লজ্জার রেকর্ড বিরাট কোহলির নেতৃত্বে। অধিনায়ক হিসেবে তাই এখন কোহলির মুকুটে কাঁটা।  প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারের লজ্জার রেকর্ড কোহলির নামের সঙ্গে জুড়ে গেল।


আরও পড়ুন - সমুদ্র সৈকতে হার্দিক-নাতাশা, ভাইরাল ছবি