Neeraj Chopra: নীরজ-মীরাবাঈদের কুর্নিশ করলেন Virat Kohli ও Rohit Sharma
ভারত এবার ৭ টি পদক জিতেছে।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যস্ত থাকার জন্য টোকিওতে অংশগ্রহণকারী অ্যাথলটিদের আর সেভাবে শুভেচ্ছা জানাতে পারেননি তাঁরা। ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র হওয়ার পরেই বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) কুর্নিশ করলেন নীরজ চোপড়া ও মীরাবাঈ চানুদের। টুইটারে ছবির কোলাজ করেই শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক ও তারকা ওপেনার।
বিরাট লিখলেন, "সকল বিজয়ী ও অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। জেতা-হারা খেলার অঙ্গ। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা দেশের জন্য সেরাটা দিয়েছেন। আমরা আপনাদের জন্য গর্বিত। এভাবেই এগিয়ে যান। আমরা অত্যন্ত গর্বিত। জয় হিন্দ।" কোহলির সুরেই রোহিল লেখেন, "বিভিন্ন ক্ষেত্রে অ্যাথলিটরা দারুণ করেছেন। নিজেদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে বলব নীরজ চোপড়ার কথা। সকলেই দেশকে গর্বিত করেছেন।"
আরও পড়ুন: BCCI: ২০২৮ অলিম্পিক্সে কি ক্রিকেট থাকছে? উদ্যোগ নিচ্ছে ভারতীয় বোর্ড
ভারত এবার ৭ টি পদক জিতেছে। এটাই ভারতের সেরা অলিম্পিক্স পারফরম্যান্স এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল জিতেছিল হাফ জজন পদক।
দেখে নেওয়া যাক এবারের ভারতীয়দের পারফরম্যান্স:
নীরজ চোপড়া (জ্যাভেলিনে সোনা)
মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো)
রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো)
ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং)
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)