IPL 2021: আইপিএলে ৬০০০ রান করলেন Virat Kohli, এই কৃতিত্ব আর কারোর নেই
রেকর্ড এবং বিরাট কোহলি আজ সমার্থক৷ বাইশ গজের রাজা মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু৷
নিজস্ব প্রতিবেদন: রেকর্ড এবং বিরাট কোহলি (Virat Kohli) আজ সমার্থক৷ বাইশ গজের রাজা মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু৷ গত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রাজস্থানের (RR) বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)৷ আর এই ম্যাচেই অনন্য মাইলস্টোন স্থাপন করলেন কোহলি৷ আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০০ রান পূরণ করলেন কোহলি৷
আরও পড়ুন: IPL 2021: Bebeto কে মনে করালেন Virat, মেয়ে Vamika র জন্য বাবার সেলিব্রেশন, ফ্লাইং কিসে Anushka
আগেই তিনি সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই টুর্নামেন্টে৷ এবার তিনি প্রথম ছ'হাজারি ক্লাবের উদ্বোধন করলেন৷ ১৯৬ ম্যাচ খেলে কোহলি করেছেন ৬০২১ রান৷ তাঁর ঝুলিতে আছে পাঁচটি সেঞ্চুরি ও ৪০টি অর্ধ-শতরান৷ কোহলির পরেই আছেন সুরেশ রায়না (৫৪৪৮ রান) ও শিখর ধাওয়ান (৫৪২৮ রান)৷ যদিও তাঁদের সঙ্গে কোহলির প্রায় ৫০০ রানের ফারাক৷ কোহলি আজ পর্যন্ত আইপিএল জেতেননি৷ তবে এই মরসুমে যেন অন্য আরসিবি৷ টানা চার ম্যাচ জিতে আট পয়েন্টের সৌজন্যে বিরাটরা এখন লিগ টেবিলে সবার ওপরে।আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে আরসিবি