নিজস্ব প্রতিবেদন : ব্যাট হাতে বাইশ গজে বিরাট প্রতি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন। বুধবার পোর্ট অফ স্পেনে এক অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি আগে কেউ কখনও করেননি। এক দশকে কুড়ি হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করে সচিনকে ছুঁলেন বিরাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে অপরাজিত ১১৪ রান করেন বিরাট কোহলি। ১৪টি বাউন্ডারিতে সাজানো কোহলির ৪৩তম ওয়ান ডে সেঞ্চুরি। পরিসংখ্যান বলছে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০০১৮ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি কোহলির। এর আগে রিকি পন্টিং এক দশকে ১৮৯৬২ রান করেছিলেন৷



একদিনের সিরিজ শেষে রামনরেশ সারওয়ানকে টপকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বাধিক রান এখন বিরাট কোহলির। ১৭ ম্যাচে সারওয়ানের করেছিলেন ৭০০ রান। সেখানে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে ১৫টি ওয়ান ডে ম্যাচে কোহলির রান এখন ৭৯০। তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হওয়ার আগে সারওয়ানের ৭০০ রান টপকাতে বিরাটের প্রয়োজন ছিল আর ১৪৫ রান।


আরও পড়ুন - ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন কোহলিরা


ওয়ান ডে ক্রিকেটে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ৯টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের৷ বুধবার সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন৷ বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯টি ওয়ান ডে সেঞ্চুরি৷


আরও পড়ুন -