ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন কোহলিরা

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

Updated By: Aug 15, 2019, 10:32 AM IST
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন কোহলিরা

নিজস্ব প্রতিবেদন:  ক্যারিবিয়ান সফরে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর একদিনের সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। বিরাট কোহলির অনবদ্য শতরানের সৌজন্যে বুধবার একদিনের সিরিজের তৃতীয় ম্যাচও ডাক ওয়ার্থ লুইস নিয়মে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

একদিনের সিরিজ জেতার পরেই ত্রিনিদাদ থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাল গোটা দল। একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। টুইটারে সেই ভিডিয়োটি পোস্ট করেছে বিসিসিআই।

টি-টোয়েন্টি, একদিনের সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ দিয়েই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে কোহলিরা। ২২ অগাস্ট থেকে অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। প্রথম টেস্টের আগে ১৭-১৯ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত৷

আরও পড়ুন - বিরাট সেঞ্চুরিতে ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজ জয় ভারতের

.