জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) আর রেকর্ড এখন সমার্থক। তিনি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্য়াটিং সুপারস্টার তিনি। প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই আইপিএল (IPL 2024) অভিযান শুরু করে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে দ্বিতীয় ম্য়াচেই আরসিবি ঘুরে দাড়াঁল। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি পঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে (RCB vs PBKS) জয়ের মুখ দেখল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করে দেখালেন কোহলিই, অতীতে ভারতের কেউ পারেননি!


চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট ২০ বলে ২১ রান করে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে সেই চেনা বিরাটকেই দেখল আইপিএল। পঞ্জাব টস হেরে প্রথমে ব্য়াট করে ছয় উইকেটে ১৭৬ রান তুলেছিল। রান তাড়া করতে নেমেছিলেন বিরাট ও অধিনায়ক ফাফ দু প্লেসিস। ফাফ মাত্র তিন রান করে ফিরে যান। কিন্তু বিরাট বুঝিয়ে দেন যে, কেন তাঁর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে 'চেজমাস্টার'। ৭৬ মিনিট ক্রিজে থেকে বিরাট ৪৯ বলে ঝোড়ো ৭৭ রানের ইনিংস খেলেন। ১৫৭. ১৪-এর স্ট্রাইক রেটে ব্য়াট করেন বিরাট। হাঁকান ১১টি চার ও জোড়া ছক্কা।


এই ম্য়াচেই বিরাট লিখলেন ইতিহাস। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে ১০০ নম্বর পঞ্চাশ প্লাস রানের ইনিংস খেললেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য় মাইলস্টোনে নিজের নাম লেখালেন বাইশ গজের রাজা। কুড়ি ওভারের ক্রিকেটে সর্বাধিক পঞ্চাশের উপর রানের রেকর্ড রয়েছে টি-২০ ক্রিকেটের রাজা ক্রিস গেইলের (১১০টি ফিফটি প্লাস ইনিংস ও ২২টি সেঞ্চুরি)। দুয়ে ডেভিড ওয়ার্নার (১০৯টি ফিফটি প্লাস ইনিংস ও ৮টি সেঞ্চুরি)। বিরাট তাঁর কেরিয়ারে ৩৭৮টি টি-২০ ম্য়াচ খেলেছেন। করেছেন ১২ হাজার ৯২ রান। এখানেই শেষ নয় কোহলি এদিন আরও একটি রেকর্ড করেছেন। আইপিএলে। এই নিয়ে ১৭ বার তিনি ম্য়াচের সেরা হলেন। ছুঁয়ে ফেলেলনে তাঁর প্রিয় মাহি ভাই ওরফে এমএস ধোনিকে। আইপিএলে সবচেয়ে বেশিবার ম্য়াচের সেরা হয়েছেন এবি ডিভিলিয়ার্স (২৫), দুয়ে রয়েছেন গেইল (২২), তিনে রোহিত শর্মা (১৯), চারে ডেভিড ওয়ার্নার (১৮), পাঁচে যুগ্মভাবে বিরাট ও ধোনি (১৭) ও ছয়ে ইউসুফ পাঠান (১৬)।


আরও পড়ুন: WATCH | Hardik Pandya: মুখের উপর শুনলেন 'ছাপড়ি'! হার্দিককে নিয়ে তীব্র জনরোষ আহমেদাবাদে, উঠল টিটকিরির ঝড়
 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)