লারার রেকর্ড ভেঙে বিরাট উচ্চতায় কোহলি
জোহানেসবার্গ টেস্টে নামার আগে বিরাটের রেটিং পয়েন্ট ছিল ৯০০। ওয়ান্ডারার্সের আতঙ্কের পিচে দুই ইনিংসে দারুন ব্যাট করে ভারত অধিনায়ক বাড়িয়ে নেন আরও ১২ পয়েন্ট। বিরাটের এই মূহুর্তে রেটিং পয়েন্ট ৯১২।
নিজস্ব প্রতিবেদন: টেস্টে কেরিয়ার র্যাঙ্কিংয়ে নয়া সাফল্য বিরাট কোহলির। ব্রায়ান লারাকে টপকে সর্বকালের সেরা আইসিসির ব্যাটসম্যানদের রেটিং পয়েন্টের মালিক হলেন বিরাট। জোহানেসবার্গ টেস্টে নামার আগে বিরাটের রেটিং পয়েন্ট ছিল ৯০০। ওয়ান্ডারার্সের আতঙ্কের পিচে দুই ইনিংসে দারুন ব্যাট করে ভারত অধিনায়ক বাড়িয়ে নেন আরও ১২ পয়েন্ট। বিরাটের এই মূহুর্তে রেটিং পয়েন্ট ৯১২। এতদিন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার দখলে ছিল আইসিসির ব্যাটসম্যানদের সেরা রেটিং পয়েন্টের নজির। তা টপকে বিরাট গড়লেন নতুন রেকর্ড।
আরও পড়ুন- বিরাটের মাথায় মহারাজের মুকুট
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়