জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ভারত ইতিমধ্যেই ২-০ পকেটে পুরে ফেলেছে। রবিবার অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ও তথা নিয়মরক্ষার ম্য়াচ খেলছে রোহিত শর্মার (Rohit Sharma) ব্রিগেড। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium) ডেড রাবারে শুভমান গিল (৯৭ বলে ১১৬) ও বিরাট কোহলিরা (১১০ বলে ১৬৬) শ্রীলঙ্কার বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন। বিরাটের ব্য়াটে এদিন একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে গেল। লেখা হল নতুন ইতিহাস। কোহলি টপকে গেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও এমএস ধোনিদের (MS Dhoni)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোহলি আবার এদিন বুঝিয়ে দিলেন যে, তিনি যেদিন ফর্মে থাকেন, সেদিন বিপক্ষ শুধুই নীরব দর্শক হয়ে যায়। এদিনও ঠিক তাই হল। কোহলি তাঁর কেরিয়ারের ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের স্বাদ পেলেন। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিও এল তাঁর ব্যাট থেকে। কোহলি এদিন কিংবদন্তি সচিনের জোড়া রেকর্ড ভেঙে দিলেন। ঘরের মাঠে সচিনের ঝুলিতে ছিল ২০টি আন্তর্জাতিক ওয়ানডে শতরান। ১৬৪ ম্যাচে সচিন সেই নজির গড়েছিলেন। কোহলি ঘরের মাঠে ২১তম ওয়ানডে শতরান করলেন ১০৫ ম্যাচে। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোহলি এখন বিশ্বের সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে চলে এলেন। কোহলি পেরিয়ে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে।


আরও পড়ুন: IND vs SL: ৪৬তম শতরান করে কোহলির 'বিরাট' নজির, ফের ভাঙলেন সচিনের রেকর্ড 


দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ সর্বোচ্চ রানশিকারি যাঁরা- একে সচিন তেন্ডুলকর (১৯৮৯-২০১২) ১৮ হাজার ৪২৬ রান। দুয়ে কুমার সঙ্গাকারা (২০০০-২০১৫) ১৪ হাজার ২৩৪ রান। তিনে রিকি পন্টিং (১৯৯৫-২০১২) ১৩ হাজার ৭০৪ রান। চারে সনথ জয়সুরিয়া (১৯৮৯-২০১১) ১৩ হাজার ৪৩০ রান। পাঁচে বিরাট কোহলি (২০০৮-২০২৩) ১২ হাজার ৭৫৪ রান। ছয়ে চলে এলেন মাহেলা জয়বর্ধনে (১৯৯৮-২০১৫) ১২ হাজার ৬৫০ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক ওয়ানডে রান করার ক্ষেত্রে কোহলি টপকে গিয়েছেন ধোনিকে। এই মুহূর্তে একে সচিন (৩১১৩ রান), দুয়ে কোহলি (২৩৮৭ রান), তিনে ধোনি (২৩৮৩ রান), চারে ইনজামাম-উল-হক (২২৬৫ রান) ও পাঁচে সইদ আনওয়ার (২১৯৮ রান)



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)