জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে শুরু হয়েছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ দুই দেশের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। শুধু দুই দেশেরই মাইলফলক নয়। ইতিহাসের লিখলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলিও (Virat Kohli)। দেশের হয়ে ৫০০ তম ম্যাচ খেললেন তিনি। ঐতিহাসিক ৫০০ নানা ভাবে স্মরণীয় করে রাখলেন বিরাট। একের পর এক রেকর্ড করলেন বিরাট। ত্রিনিদাদ টেস্টের প্রথম দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ২৮৮ রান। কোহলি ১৬১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন। আর ১৩ রান করলেই তিনি টেস্টে ২৯ নম্বর সেঞ্চুরির স্বাদ পাবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli | WI vs IND: ডমিনিকায় কোহলির ব্যাটে বিরাট মাইলস্টোন, বীরুকে টপকে ধাওয়া করছেন ভিভিএসকে!


এবার দেখা যাক যে প্রথম দিনেই কোহলি কী কী রেকর্ড করলেন। সচিন তেন্ডুলকর (৬৬৪), এমএস ধোনি (৫৩৮) ও রাহুল দ্রাবিড়ের (৫০৯) পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলি দেশের হয়ে ৫০০ তম ম্য়াচ খেললেন। বাইশ গজে মাত্র ন'জন ক্রিকেটার পেরেছেন এই বিরল নজির গড়তে। তালিকায় রয়েছেন সহিদ আফ্রিদি, সনথ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিও ও জ্যাক ক্যালিসের মতো মহারথীরাও। জোমেল ওয়ারিকানকে কভার ড্রাইভ মেরে কোহলি ত্রিনিদাদে হাফ-সেঞ্চুরি করেন। কোহলি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দেশের জার্সিতে ৫০০ নম্বর ম্যাচে ৫০ করলেন। এ তো গেল কোহলির বিরল নজিরের কথা। এবার আসা যাক সর্বকালীন রেকর্ডের কথা। কোহলি এখন ক্রিকেটের তিন ফরম্যাটে মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ রানশিকারি হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কালিসকে ছাপিয়ে গেলেন বিরাট। কোহলির ঝুলিতে এখন ৫০০ ম্যাচে ২৫ হাজার ৫৪৮ রান। কালিসের রয়েছে ৫১৯ ম্যাচে ২৫ হাজার ৫৩৪ রান।


আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ রান শিকারি যাঁরা


১) ৩৪ হাজার ৩৫৭ রান- সচিন তেন্ডুলকর
২) ২৮ হাজার ০১৬ রান- কুমার সঙ্গাকারা
৩) ২৭ হাজার ৪৮৩ রান- রিকি পন্টিং
৪) ২৫ হাজার ৯৫৭ রান- মাহেলা জয়বর্ধনে
৫) ২৫ হাজার ৫৪৮ রান- বিরাট কোহলি

 
এদিন কোহলি বীরেন্দ্র শেহওয়াগকে (৮৫৮৬ রান) টপকে ভারতের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রান শিকারিও হয়েছেন। কোহলির ঝুলিতে এখন ৮৬৪২ রান। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে একে রয়েছেন সচিন (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), সুনীল গাভাসকর (১০১২২), ভিভিএস লক্ষ্মণ (৯৭৮১)।


আরও পড়ুন: Mukesh Kumar, WI vs IND: অবশেষে স্বপ্নপূরণ, লালা-রিচার্ডসের দেশে টেস্ট অভিষেক ঘটালেন বঙ্গ পেসার মুকেশ


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)