জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলির টেস্ট শতরান (Virat Kohli Century)। রাজা রাজত্বে ফিরলেন পয়মন্ত অস্ট্রেলিয়ায়। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি বুঝিয়ে দিলেন যে, স্য়র ডোনাল্ড ব্র্যাডম্য়ানের পাড়ায় তিনি দাদাগিরি করতে বরাবর ভালোবাসেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাজকীয় সেঞ্চুরিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন এই প্রজন্মেরই নন, সর্বকালের অন্য়তম সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে বিরাটের ৭ নম্বর সেঞ্চুরি হয়ে গেল। ভারতীয়দের মধ্য়ে এর আগে সচিন তেন্ডুলকরই (Sachin Tendulkar) ছিলেন সবার আগে। তাঁর ঝুলিতে ছিল হাফ ডজন টেস্ট সেঞ্চুরি। বিরাট এখন মগডালে, শুধু ভারতীয়দের বিচারেই নন, এশিয়ার কোনও ক্রিকেটারেরও অস্ট্রেলিয়ায় এতগুলি টেস্ট সেঞ্চুরি নেই। ডনের পাড়ায় ঢুকেই ডনকেও টপকে গেলেন বিরাট। কোহলির চলে এল ৩০ নম্বর টেস্ট শতরান। ডনের আছে ২৯টি সেঞ্চুরি। কোহলি ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এখন ৮১ সেঞ্চুরির মালিক। 



আরও পড়ুন: শুধু নামেই নন, তিনি কাজেও যশস্বী, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড...



 


কোহলির ১৪৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ২টি ছয়ে। ২২১ মিনিট ক্রিজে থেকে কোহলি তাঁর সংযম ও ক্লাসের পরিচয় দিলেন আরও একবার। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ বিরাটের এই সেঞ্চুরি অনেক কিছুর জবাব দিয়ে দিল। এদিন সকাল থেকে শিরোনামে ছিলেন শুধুই যশস্বী জয়সওয়াল। ৯৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি একাধিক রেকর্ড ভেঙেছেন। ১৫টি চার ও ৩টি ছয় হাঁকিয়ে  তরুণ ক্রিকেটার বুঝিয়েছেন যে, যেমন তাঁর নাম, তেমনই কাজ। বাইশ গজে কলার উঁচু করে দেখিয়ে দিলেন আগামীর ক্রিকেটের শিরোনামে থাকবেন শুধু তিনিই। বিরাট-যশস্বীর ব্য়াটে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ৪৮৭/৬ রানে ভারত ডিক্লেয়ার করেছে। 


টিম ইন্ডিয়া পারথ টেস্ট জেতার জন্য় ৫৩৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। আর দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে অজিরা ১২ রানে ৩ উইকেট হারিয়েও ফেলেছে। ন্য়াথান ম্য়াক সুইনি ও উসমান খোয়াজা ওপেন করতে নেমেছিলেন। বুমরার বলে খোয়াজা এলবিডব্লিউ আউট হয়ে ফেরেন। নাইট ওয়াচম্য়ান হিসেবে নামা প্য়াট কামিন্সকে মাত্র ২ রান করে কোহলির হাতে ক্য়াচ তুলে দেন সিরাজের বলে। তাসের ঘরের মতো ভাঙতে থাকা অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটও তুলে নেন বুম বুম বুমরা। মার্নাস লাবুশানে মাত্র ৩ রানে ফিরে যান এলবিডব্লিউ হয়ে। অস্ট্রেলিয়ার দরকার ৫২২ রান, ভারতের লাগবে আর ৭ উইকেট। হাতে এখনও দু'দিন।


আরও পড়ুন: যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নতুন ইতিহাস


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)