অ্যান্টিগায় টেস্ট জিতলেই `ক্যাপ্টেন কুল`কে ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি
কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড।
নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ জেতার পর এবার শুরু টেস্ট সিরিজ। ২২ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। অ্যান্টিগার নর্থ সাউন্ডে প্রথম টেস্ট জিতলেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন বিরাট কোহলি।
৬০টি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচ জিতেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এটাই কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড। অধিনায়ক বিরাট কোহলি ৪৬টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ২৬টি ম্যাচ জিতেছেন। ধোনিকে ছুঁতে আর একটি টেস্ট ম্যাচ জিততে হবে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
আরও পড়ুন - সন্দেহজনক বোলিং অ্যাকশন উইলিয়ামসন ও ধনঞ্জয়ের!
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারলেই 'ক্যাপ্টেন কুল'কে টপকে যাবেন ক্যাপ্টেন কোহলি।