ম্যাচ জিতেও `সমালোচিত` বিরাট
ব্যুরো: ডাম্বুলাতে ওপেনিং জুটিতে শতরান হওয়া সত্ত্বেও রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ জিততে হয় ভারতকে। আর তারপরই অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তাতে এতটুকু বিচলিত নন অধিনায়ক বিরাট। তিন নম্বর থেকে ব্যাটিং অর্ডারে ডাম্বুলাতে নিজেকে পাঁচ নম্বরে নামিয়ে এনেছিলেন কোহলি। আর তাতেই সমালোচনা শুরু হয়। তবে ভারত অধিনায়ক মনে করছেন এটা কোনও ব্যাপারই নয়। ভবিষ্যতেও প্রয়োজনে এরকম ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে এতটুকু পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন- ব্যাট করার সময় কী বলেছিলেন ধোনি? জানালেন ভুবনেশ্বর