নিজস্ব প্রতিবেদন: ছন্দহীন বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একেবারেই চিন্তিত নন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর দাবি শতরান না পেলেও বিরাটের রানের প্রতি খিদে মোটেও কমেনি। বরং বিলেতের খামখেলায়ি আবহাওয়াতে জেমস অ্যান্ডারসন (James Anderson)-স্টুয়ার্ট ব্রডদের (Stuart Broad) মোকাবিলা বিরাট ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারলে, সেটাই দলের বেশি কাজে লাগবে। এমনটাই মনে করেন 'দ্য ওয়াল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার মেডিক্যাল আপডেট ছাড়া বিরাটের তিন বছর ধরে চলা অফ ফর্ম নিয়েও প্রশ্ন করা হয়েছিল। রাহুলের জবাব ছিল, "ও ৩০ রান করলেও আমি এরমধ্যে কোনও ভুল দেখিনা। বিরাট দলে সবচেয়ে ফিট ক্রিকেটার। সবেচেয়ে বেশি পরিশ্রম করে। এই খেলার প্রতি ওর খিদে ও প্যাশন দেখার মতো। প্রতিটি অনুশীলনে বিরাট যে ভাবে নিজের প্রস্তুতি সারে সেটা সবার কাছে শিক্ষণীয়। মনে রাখবেন লেস্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ও দুই ইনিংসে রান করেছিল। আমরা ওর কাছ থেকে তেমন ব্যাটিংই চাইছি।" 


২০১৯ সালে শেষবার টেস্ট ক্রিকেটে শতরান করেছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন তিনি। এরপর থেকে তিন বছর কেটে গিয়েছে। বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান অধরা।  


তবুও বিরাটের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি। ফের যোগ করেন, "সব খেলোয়াড়ের জীবনে এমন উত্থান-পতন আসে। তবে গত কয়েক বছর শতরান না পেলেও বিরাট কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলেনি। বরং আরও মরিয়া হয়ে উঠেছে। কঠিন পিচে ও যদি শতরানের বদলে ৭০ রান করে সেটাই দলের কাছে বড় প্রাপ্তি হবে।"


আরও পড়ুন: Rohit Sharma, ENG vs IND: রোহিতের জন্য শেষ চেষ্টা, জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়


আরও পড়ুন: Umran Malik: বিশ্বের গতির রাজাদের তালিকায় কত নম্বরে রয়েছেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ছবিতে দেখুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)