ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন তিনি। মহেন্দ্র সিং ধোনি। তারপর একে একে নিজেই সরে গিয়েছেন দায়িত্ব থেকে। টিম ইন্ডিয়াকে এখন নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহেন্দ্র সিং ধোনির এতদিনের রেকর্ডকে ধরে রাখতে পারলেন না তাঁর উত্তরসূরী বিরাট কোহলি। ৮৮টি টেস্টে দেশের হয়ে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের মাটিতে অন্তত অজিদের কাছে ক্যাপ্টেন কুল ছিলেন অপরাজিত। ২০০৮-২০০৯ মরশুমে ২-০ ব্যাবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট জিতেছিল ভারত। ২০১০-২০১১ মরশুমেও ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছিল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ও'কিফকে এক ডজন উইকেট পেতে দেখে কী বললেন হরভজন সিং?


আর ২০১২-২০১৩ মরশুমে তো চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ভারতের সামনে উড়ে গিয়েছিল ০-৪ ব্যবধানে। অর্থাত্‍, ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ধোনি ছিলেন অপরাজিত অধিনায়ক। কিন্তু বিরাটের ভারত পুনেতে প্রথম টেস্টে হেরে গেল ৩৩৩ রানে। বলাই যায়, ক্যাপ্টেন কুলের রেকর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না বিরাট।


আরও পড়ুন  সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর