জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটার কেশব আত্মানন্দ মহারাজের (Keshav Maharaj) সঙ্গে এখন জুড়ে গিয়েছে 'আদিপুরুষ' (Aadipurush) সিনেমার জনপ্রিয় 'রাম সিয়া রাম' (Ram Siya Ram) গান। যখনই কেশব তাঁর দেশে ব্য়াট করতে নামেন, তখনই স্টেডিয়ামের ডিজে 'রাম সিয়া রাম' গান বাজান। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা, কেপটাউন টেস্টের প্রথম দিনের সকালেও ব্য়তিক্রম ঘটেনি। তারকা জোরে বোলার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে স্পেলে (১৫ রানে ৬ উইকেট) এদিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫৫ রানে। আটে ব্য়াট করতে নেমেছিলেন স্পিনার কেশব। তিনি মাঠে পা রাখতেই বাজতে শুরু হয় 'রাম সিয়া রাম'। এই গান শুনেই কোহলি প্রথমে নমস্কার করেন। তারপর ধনুক ধরে তীর ছোড়ার ভঙ্গি করে, শ্রীরামকে (Shree Ram) শ্রদ্ধার্ঘ জানান। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কোহলি বুঝিয়ে দিলেন যে, তাঁর হৃদয়ে শুধুই শ্রীরামের স্থান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli: প্রায় দু'বছর পর ফিরলেন বিরাট, পেলেন না আর কোনও ভারতীয়কে! যে খবর শিরোনামে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধনকে করবেন। সেখানে এখন চলছে রাজসূয় যজ্ঞ। শোনা যাচ্ছে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার বিশেষ দিনে নাকি মোদীর পাশেই দেখা যেতে পারে কোহলিকে।অন্যদিকে এদিনই প্রাক্তন ভারত অধিনায়ক ও ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট ফের সেরা দশে এসেছেন। বুধবার আইসিসি-র প্রকাশিত টেস্ট ব়্য়াঙ্কিং বলছে যে, কোহলি চার ধাপ লাফিয়ে ক্রমতালিকায় নয় নম্বরে এসেছেন। শেষবার কোহলি ২০২২ সালের মার্চ মাসে টেস্ট ব়্য়াঙ্কিংয়ে ব্য়াটারদের তালিকায় প্রথম দশে ছিলেন। একটা সময় কোহলি তিন ফরম্য়াটেই প্রথম পাঁচে থাকতেন নিয়মিত ভাবে। তবে দীর্ঘ ব্য়াড প্য়াচের জন্য়ই তাঁর চেনা মেজাজটা হারিয়ে যায়। যার প্রভাব পড়ে  ব়্য়াঙ্কিংয়েও। তবে সেসব দিন এখন অতীত। কোহলি ফের ফিরেছেন চেনা মেজাজে। সাদা এবং লাল বলে চেনা ব্য়াটিংটাই করছেন। তবে টেস্টে ব্য়াটারদের তালিকায় প্রথম দশে বিরাট আর কোনও ভারতীয়কে পেলেন না। বারো নম্বরে আছেন ঋষভ পন্থ। চার ধাপ নেমে ১৪ নম্বরে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা। কোহলি প্রথম দশে আসতে পেরেছেন সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৮ ও ৭৬ রান করে। 


আরও পড়ুন: WATCH: সিটি অফ গোল্ডে বর্ষবরণ মাহির, 'রমণী'য় রাতে মাতলেন রঙিন খেলায়


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)