জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ নভেম্বর ২০২৩, তারিখটি বিরাট কোহলির (Virat Kohli) ডাই-হার্ড ফ্য়ানরা চাইছেন বিশেষ ভাবে স্মরণীয় করতে। ওই দিন ব্যাটিং মায়েস্ত্রো ৩৫ বছরে পা রাখবেন। আর বিরাটের জন্মদিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। যে ম্য়াচ ঘিরে এখনই উন্মাদনার পারদ তুঙ্গে। বিরাট জীবনের বিশেষ দিনেই পাক সেঞ্চুরির স্বাদ। চলে আসুক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ নম্বর সেঞ্চুরি। কামনা সকল বিরাটপ্রেমীদের। তবে শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি যে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেরও এক নাগরিক চাইছেন যে, বিরাট জন্মদিনেই সেঞ্চুরির মাইলস্টোন গড়ে ফেলুন। আর সেই পাকিস্তানির নাম মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। যিনি বাবর আজমের (Babar Azam) দলের মহাতারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Inzamam-ul-Haq: কলকাতায় বাবররা, লাহোরে বিরাট ব্রেকিং, ইনজির ইস্তফায় বিতর্ক!


লক্ষ্মী পুজোর পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে শুভ সূচনা হয়েছিল চলতি বিশ্বকাপের। আজ অর্থাৎ মঙ্গলবার ফের ইডেনে কাপযুদ্ধের ম্য়াচ। মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। ম্য়াচের আগের দিন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম কথা বলেছিল রিজওয়ানের সঙ্গে। পাক ব্যাটার-উইকেটকিপারের থেকে বিরাটের ৩৫ তম জন্মদিনে ৪৯ তম সেঞ্চুরির ব্য়াপারে প্রশ্ন করা হয়েছিল। যা শুনে রিজওয়ান বলেছেন, 'এটা জেনে ভালো লাগল যে, ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। ওকে বলব অল দ্য় বেস্ট। শুভ জন্মদিন। যদিও আমি নিজের জন্মদিন সেলিব্রেট করায় বিশ্বাসী নই। তবে বিরাটের জন্য চাইব দারুণ কিছু হোক। আশা করি ও জন্মদিনেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ নম্বর সেঞ্চুরি পাক। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপেই ওর ৫০ নম্বর ওডিআই সেঞ্চুরিও হয়ে যাক।' একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর (৪৯)। সচিনকেই ছুঁয়ে ফেলবেন বিরাট। বিরাট যদি ৫০ নম্বর সেঞ্চুরি করে ফেলেন, তাহলে তিনিই সচিনের গদিতে বসবেন। 


২০২১ টি-২০ বিশ্বকাপে বাইশ গজে ইতিহাস লিখেছিল পাকিস্তান। দুবাইয়ে কাপযুদ্ধের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। প্রথমবার বিশ্বকাপের (কুড়ি ও পঞ্চাশ মিলিয়ে) আসরে ভারতকে হারতে হয় চিরপ্রতিদ্ধন্দ্বী দেশের কাছে। ম্যাচের পর কোহলি বুকে টেনে নিয়েছিলেন রিজওয়ানকে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি আগুনের মতো ছড়িয়ে পড়ে। কোহলির ভূয়সী প্রশংসা করেছিলেন নেটিজেনরা। কোহলির যখন অফ ফর্ম চলছিল, তখনও রিজওয়ান কোহলির জন্য় শুভ কামনা করে নজর কেড়েছিলেন।



আরও পড়ুন: Babar Azam Leaked Chats: বিশ্রী ভাবে ফাঁসলেন বাবর, সকলের সামনে গোপন কথোপকথন! ফুঁসছেন ওয়াকার


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)