Inzamam-ul-Haq: কলকাতায় বাবররা, লাহোরে বিরাট ব্রেকিং, ইনজির ইস্তফায় বিতর্ক!

Inzamam-ul-Haq resigns from role of Pakistan chief selector amid team's poor run in India: বিরাট খবর পাক ক্রিকেটে। বিশ্বকাপের মাঝেই পদত্যাগ করে বসলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

Updated By: Oct 30, 2023, 07:16 PM IST
Inzamam-ul-Haq: কলকাতায় বাবররা, লাহোরে বিরাট ব্রেকিং, ইনজির ইস্তফায় বিতর্ক!
বিরাট খবর হয়ে গেল পাক ক্রিকেটে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মী পুজোর (Laxmi Puja 2023) পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুভ সূচনা হয়েছিল চলতি বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup -2023)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের ইডেনে কাপযুদ্ধের ম্য়াচ। মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh vs Pakistan, Cricket World Cup 2023)। এই মুহূর্তে কলকাতায় বাবর বাহিনী। আর লাহোরে হয়ে গেল বড় খবর। পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম-উল-হক (Inzamam-ul-Haq)! প্রাক্তন পাক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরাফকে (Zaka Ashraf)। 

আরও পড়ুন: Angad Bedi: বাবার মৃত্যুশোকে পাথর ছেলে, তবুও সোনা অভিনেতা-স্প্রিন্টারের! বিষেণে ডুবে অঙ্গদ

টানা চার ম্য়াচ হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে কার্যত ছিটকেই গিয়েছে। তবে শুধুমাত্র বাবরদের হতশ্রী পারফরম্যান্সের জন্য়ই ইনজি এই সিদ্ধান্ত নেননি। তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের গুরুতর অভিযোগে উঠে এসেছে। ইনজি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেডের অংশীদার। এই কোম্পানির মালিক ক্রিকেটারদের এজেন্ট তলহা রেহমানি। পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করেন রেহমানি। তালিকায় রয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো নাম। ঘটনাচক্রে রিজওয়ানেরও এই ফার্মে সহ-মালিকানা রয়েছে। এই খবর জানাজানি হতেই সকলের চোখ কপালে উঠেছে। কারণ এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্যই নাকি পাক দলে নিয়মিত সাতজন ক্রিকেটার সুযোগ পান!

ইনজির পদত্যাগে রীতিমতো অর্থনৈতিক বোঝা বাড়িয়ে দিয়েছে পিসিবি-র। পাক মিডিয়ার খবর যে, পিসিবি পাকিস্তানি মুদ্রায় ইনজিকে ১৫ মিলিয়ন দিতে বাধ্য়। ২.৫ মিলিয়ন রুপি করে ইনজির ছয় মাসের মিলিত বেতন এটা। পিসিবি জানিয়েছে যে, ইনজির স্বার্থের সংঘাতের ব্যাপারটা নিয়ে তারা তদন্ত করে দেখবে। পিসিবি বলেছে যে, তারা পাঁচ সদস্যের ফ্য়াক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করবে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই পিসিবি পদক্ষেপ নেবে।  হাফ ডজন ম্যাচে, মাত্র দু’টি জয় পাকিস্তানের। চার পয়েন্ট নিয়ে টেবলে ছয় নম্বরে তারা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাদের পকেটে দুই পয়েন্ট। মঙ্গলবার দুই দলই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে।

আরও পড়ুন: Kolkata Metro: নিশ্চিন্তে খেলা দেখতে যান, রাতে আপনার অপেক্ষায় থাকবে মেট্রো, রইল সময়সূচি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

.