জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) ভারত ২-১ জিতেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) টেস্ট যে ড্র হবে, তা আগেই লেখা হয়ে গিয়েছিল। ঠিক যেমনটা হওয়ার ছিল, তেমনটাই ঘটল। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হয়ে গেল। ভারত ২-১ বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। আহমেদাবাদে একাই লাইমলাইট কেড়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।  তিন বছর, চার মাস পর বিরাট কোহলি (Virat Kohli) ফের টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। কেরিয়ারের ২৭ তম টেস্ট শতরান থেকে ২৮ তম টেস্ট শতরান পেতে তাঁর সময় লাগল পাক্কা ১২০৫ দিন। লাল বলের ক্রিকেটে বড় রানের খরাকে একেবারে পাঠালেন মাঠের বাইরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলাই বাহুল্য সেঞ্চুরি করে কোহলি বিরাট খুশি হয়েছেন। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে সেই খুশি। সোমবার আহমেদাবাদ টেস্টের পঞ্চম দিনের শেষে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একত্রিত হয়েছিলেন মাঠে। আর ঠিক সেই সময় দুই অজি ক্রিকেটার-উমসান খোয়াজা ও অ্যালেক্স ক্যারে ছুটে আসেন বিরাটের কাছে। বিরাট তাঁদের হাতে তুলে দেন তাঁরই দু'টি জার্সি। যে মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। ড্র-এর দিকে এগোচ্ছে দেখে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম দিন শেষ হয়ে যাওয়ার আগেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় দুই দল। এরপর সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেন, 'সত্যি বলতে নিজের প্রতি একজন ক্রিকেটার হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটাই আমার কাছে বড় ব্যাপার। এটাও ঠিক যে আমি নিজের যোগ্যতা অনুসারে টেস্ট ক্রিকেট খেলতে পারছিলাম না। গত ১০ বছর ধরে যে ভাবে এই ফরম্যাটে খেলে এসেছি, সেটা করতে পারছিলাম না। সেইজন্য হতাশ ছিলাম। তবে তাই বলে এমন নয় যে আমি খারাপ ফর্মে ছিলাম। নাগপুরের প্রথম ইনিংস থেকেই ভালো ব্যাট করছিলাম। জানতাম শতরান আসা শুধু সময়ের অপেক্ষা। আর তাই কাউকে ভুল প্রমাণিত করার দায় আমার ছিল না। আমার যাবতীয় দায় দলের কাছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সেটাই পালন করে চলেছি।' 



আরও পড়ুনRohit Sharma, ICC Test Championship Final 2023: টেস্ট ফাইনাল নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত, কিন্তু কীভাবে?


এবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামী ১৭ মার্চ মুম্বইতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি রোহিত-প্যাট। এরপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ২২ মার্চ মুম্বইতে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)