পিঠে চোট! ট্রেন্ট ব্রিজ টেস্টে কি খেলতে পারবেন বিরাট কোহলি?
ভারতীয় দলের ব্যাটিং যখন আইসিইউতে তখন কোহলির `অজানা` ব্যাক পেন ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ।
নিজস্ব প্রতিবেদন : রবিবার লর্ডসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় চোখে মুখে যন্ত্রণা বার বার ফুটে উঠছিল। রান নেওয়ার সময় খোঁড়াচ্ছিলেন। লর্ডসে লজ্জার হারের পাশাপাশি টিম ইন্ডিয়ার উদ্বেগের কারণ বিরাটের পিঠের ব্যথা। ভারত অধিনায়ক অবশ্য আশার বাণী শোনাচ্ছেন।
আরও পড়ুন - ব্রড-অ্যান্ডারসনদের দাপটে লর্ডসে লজ্জার হার ভারতের
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শেষ সেশনে বেশ কিছুটা সময় কোহলিকে মাঠের বাইরে সাইডলাইনে দেখা গিয়েছে। কোহলির মতো ক্রিকেটার খেলা চলাকালীন কোনওরকম সমস্যায় না পড়লে সাধারণত মাঠ ছাড়েন না৷ পিঠের চোটের জন্যই ভারত অধিনায়ক মাঠ ছেড়েছিলেন৷ মাঠেও বেশ কয়েকবার পিঠে হাত বোলাতে দেখা যায় কোহলিকে৷ চলতি বছরে আইপিএলের শেষ দিকে নাকি চোট পেয়েছিলেন তিনি৷ এরপর কোহলির চোট নিয়ে গুঞ্জন শুরু হয়৷ 'অজানা' সেই চোট ফের মাথাচাড়া দিয়েছে ইংল্যান্ডে। আর তাতেই বিলেতে ভারতীয় ক্রিকেটের আকাশে যেন কালো মেঘ ঘনীভূত হচ্ছে।
আরও পড়ুন - লর্ডসে 'সেঞ্চুরি' করলেন অ্যান্ডারসন!
ইংল্যান্ডের মাটিতে চার ইনিংসে এখন পর্যন্ত অ্যান্ডারসন,ব্রডদের বিরুদ্ধে একক লড়াই করতে দেখা গিয়েছে কোহলিকে৷ এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে তাঁর ব্যাটে এসেছিল গুরুত্বপূর্ণ ২০০ রান৷ লর্ডসে প্রথম ইনিংসে ২৩ রানের পাশাপাশি পিঠের ব্যাথায় কাবু বিরাট কষ্ট করে ১৭ রান করেন। ভারতীয় দলের ব্যাটিং যখন আইসিইউতে তখন কোহলির 'অজানা' ব্যাক পেন ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ।
ছবিতে দেখুন - লর্ডস টেস্টে ভারতের লজ্জার হারের পাঁচ কারণ
ইংল্যান্ডে টেস্ট সিরিজে 'প্রেসারকুকারে' টিম ইন্ডিয়া। শনিবার ১৮ অগাস্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টে কি খেলতে পারবেন বিরাট? কোনওরকম রাখঢাক না করেই বিরাট বলেন, "গত দু'দিন ধরেই ব্যাপারটা ভোগাচ্ছে। লোয়ার ব্যাকের সমস্যা।যে সমস্যাটা দক্ষিণ আফ্রিকা সফরের সময় টের পেয়েছিলাম। বেশি ওয়ার্কলোডের জন্য হতে পারে। তবে ট্রেন্ট ব্রিজে পরের টেস্টের আগে হাতে পাঁচ দিন সময় পাচ্ছি। রিহ্যাব করে ফিট হয়ে যাব,আশা করছি। এর মধ্যে সেরে উঠব।"