জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্টের দুই ইনিংসে খারাপ ব্যাটিংয়ের জের।  ২,৫০৩ দিন পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের (ICC Test Rankings) প্রথম দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। চার ধাপ নেমে ১৩ তম স্থানে আছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। তবে দুই ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের (১৪৬ ও ৫৭) সুবাদে প্রথম পাঁচ ঢুকে পড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিছিয়ে গিয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বিরাট। আপাতত ১৩ নম্বরে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭১৪। অথচ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৩৭। ২০১৮ সালের ২২ অগাস্ট হয়েছিল।



এ দিকে ব্যাটারদের তালিকার শীর্ষে নিজের জায়গা আরও পোক্ত করেছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে মগডালে বসে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) এবং বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)।


বাবরের ঠিক পরেই আছেন তরুণ পন্থ। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-তে পৌঁছে গিয়েছেন এই তরুণ বাঁহাতি ব্যাটার ও উইকেট কিপার। তিনি পাঁচ ধাপ এগোলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছেন। ছয় নম্বরে নেমে গিয়েছেন তিনি। রোহিত শর্মা এক ধাপ নেমে নয় নম্বরে চলে গিয়েছেন।


আরও পড়ুন: Ben Stokes, ENG vs IND : কীভাবে ক্রিকেটের নিয়মকে বুড়ো আঙুল দেখালেন ইংরেজ অধিনায়ক? জেনে নিন


আরও পড়ুন: Wriddhiman Saha: ত্রিপুরায় দ্বৈত ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)