ওয়েব ডেস্ক: এই বছরে একদিনের ক্রিকেটে বিশ্বের সবথেকে বেশি রানের মালিক হতেই পারেন বিরাট কোহলি। অন্তত, ভারত অধিনায়ক সেই পথেই এগোচ্ছেন। ২০১৭-তে এখনও পর্যন্ত, একদিনের ম্যাচে সবথেকে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসি। ১৬ ম্যাচ খেলে তাঁর রান ৮১৪। গড় ৫৮.১। তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন, ইংল্যান্ডের জো রুট। ১৪ ম্যাচ খেলে তাঁর মোট রান ৭৮৫।আর গড় হল ৭১.৩। সেখানে বিরাট কোহলি আপাতত, ১৪ ম্যাচ খেলে করেছেন ৭৬৯ রান। তাঁর রানের গড় হল ৯৬.১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফের ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে ফিরলেন গেইল এবং স্যামুয়েলস


বিরাট, শ্রীলঙ্কার বিরুদ্ধে সবে একটি ম্যাচ খেলেছেন। সিরিজের এখনও চারটে ম্যাচ বাকি রয়েছে। সেখানে ইংল্যান্ড ১৯ সেপ্টেম্বরের আগে কোনও একদিনের ম্যাচ খেলবে না। দক্ষিণ আফ্রিকাও ১৫ অক্টোবরের আগে কোনও একদিনের ম্যাচে খেলবে না। অর্থাত্, এই সময়ের মধ্যে রুট এবং ডুপ্লেসিকে দিব্যি টপকে যেতে পারেন বিরাট। কারণ, রুটের থেকে তিনি মাত্র ৬ রান পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। আর ডুপ্লেসির থেকে তিনি পিছিয়ে রয়েছেন ৪৫ রানে।


আরও পড়ুন  জানেন ২০১৯ বিশ্বকাপ নিয়ে কী বললেন অক্ষর প্যাটেল?