ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ইতিউতি শোনা গিয়েছিল কথাটা। কেউ কেউ হাওয়ায় হালকা ভাসিয়ে দিয়েছিলেন যে, মহেন্দ্র সিং ধোনির এবার অবসর নেওয়া উচিত। কিন্তু, শ্রীলঙ্কা সফর থেকে যেন ফের অন্য মেজাজে ধোনি। নতুন করে কেরিয়ার শুরু করেছেন যেন। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেও খেলেছেন ম্যাচ জেতানো ৭৯ রানের ইনিংস। হঠাত করে ধোনির এই ধারাবাহিকভাবে ভাল ব্যাটিং পারফরম্যান্স করে যাওয়াটা ভালো লাগছে দেশের সব ক্রিকেটপ্রেমীদেরই। সৌরভ গাঙ্গুলিই বা চুপ করে বসে থাকেন কেন? তাঁর নেতৃত্বেই তো ধোনির, ধোনি হয়ে ওঠা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা মারার ১০ বছর হল


সৌরভ কিন্তু ধোনির এমন ধামাকাদার পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকেই প্রশংসা করছেন। সৌরভ বলেছেন, 'ধোনি তিনশোর উপরে একদিনের ম্যাচ খেলেছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছে। অনেক সময় এরকম ক্ষেত্রে ক্রিকেটারদের মধ্যে একটা আলস্য চলে আসে। কিন্তু বিরাট অধিনায়ক হিসেবে অনেকটাই এগিয়ে। ও ধোনির উপর ভরসা রেখেছে। ধোনিকে ভাল পারফর্ম করে যাওয়ার জন্য প্রেরণা দিয়ে গিয়েছে। এরই ফলস্বরূপ, ধোনি এমন ভাল খেলছে। ক্যাপ্টেনের আস্থা পাওয়াটা ক্রিকেটারকে সবসময় ভালো খেলতে সাহায্য করে।'


আরও পড়ুন  একদিনের পাঁচ ম্যাচ সিরিজ অলাভজনক, বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া