নিজস্ব প্রতিবেদন : তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন। সেইসঙ্গে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে নামলে একের পর এক রেকর্ড ভাঙেন। আবার নতুন রেকর্ড গড়েন। তিনি, বিরাট কোহলি। তবে সেই তিনিই কিনা ইগো দূর করার রাস্তা খুঁজছেন! স্টিভেন সিলভাস্টারের বই 'ডিটক্স ইওর ইগো: সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভিং ফ্রিডম-এ ডুব দিয়েছেন কোহলি। তা হলে কি ভিতরে ভিতরে তাঁর ইগোর লড়াই চলছে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পুরনো চাল ভাতে বাড়ে! ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে লড়াইয়ে ফিরল ভারত



২০১৭ মহিলা বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন মিতালি রাজকে ম্যাচের ফাঁকে বেঞ্চে বসে বই পড়তে দেখা গিয়েছিল। মিতালি রাজের এই অভ্যাসের প্রশংসা করেছিলেন অনেকে। অবসর সময় বই পড়ে মন শান্ত রাখা বা মনংসযোগ বৃদ্ধির এই কৌশল নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। এবার মিতালির মতোই খেলা চলাকালীন বই হাতে দেখা গেল বিরাট কোহলিকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন ড্রেসিংরুমে বই পড়ছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং লাইন নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি। একমাত্র অজিঙ্ক রাহানে ছাড়া বাকি আর কেউ তেমন বড় রান করেননি।


আরও পড়ুন-  সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা! বিরাট কোহলির ভবিষ্যদ্বাণী করলেন শেহবাগ




শেষের দিকে দলকে শক্ত ভিতে দাঁড় করানোর চেষ্টা করছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেই সময় ক্যামেরা ভারতীয় ড্রেসিংরুমের দিকে তাক করতেই কোহলিকে দেখা গেল বই হাতে। অ্যান্টিগায় প্রথম টেস্টে কোহলি রান পাননি। তা নিয়ে অনেক ভারতীয় সমর্থক কোহলিকে বিঁধেছেন। কোহলির বই পড়ার ছবি ভাইরাল হতে আবারও সমর্থকদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বললেন, এতদিনে কোহলির হাতে ঠিক বই উঠেছে। কেউ আবার বললেন, মিতালি রাজকে নকল করছেন কোহলি। কারও আবার মত, ম্যাচ চলাকালীন ভারতীয় ক্যাপ্টেনদের বই পড়াটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।