নিজস্ব প্রতিবেদন: 'পাকিস্তানে এসে শতরান করে দেখাও', বিরাট কোহলিকে এই চ্যালেঞ্জই দিয়েছিলেন বর্তমান পাক কোচ মিকি আর্থার। ৪৮ ঘণ্টাও কাটল না, আর্থারের চ্যালেঞ্জ ফুৎকারে উড়িয়ে দিয়ে কোহলিকে বিশ্বসেরা ব্যাটসম্যানের তকমা দিলেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম গ্রেট জাভেদ মিয়াঁদাদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাট পাক মাটিতে শতরান করে দেখাক, চ্যালেঞ্জ পাকিস্তানের কোচ মিকি আর্থারের


কেবল গুড বললে কম বলা হবে, বিরাট কোহলি গ্রেটই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫টি শতরান অর্জন করা বিরাটকে নিয়ে জাভেদ মিয়াঁদাদ বলেন,"কোহলির ব্যাটিং পদ্ধতির জন্যই ও ধারাবাহিক ভাবে রান করছে। আমার চোখে কোহলি একজন গ্রেট ব্যাটসম্যান। বোলারের শক্তি এবং দুর্বলতাকে চটজলদি পড়ে নিয়ে নিজের টেকনিক বদল করে নিতে পারে কোহলি। আর এই কারণেই বিরাট কোহলি জিনিয়াস, বিশ্বের সেরা ব্যাটসম্যান।"


আরও পড়ুন- বিরাটোচিত শতরান, অভ্যাসে দাঁড়িয়েছে কোহলির


বিরাটের ব্যাটিং টেকনিক নিয়ে যাঁরা এখনও সমালোচনা করেন, তাঁদের একহাত নিয়ে জাভেদ মিয়াঁদাদ এও বলেন, "যদি কোনও ব্যাটসম্যানের টেকনিকে গণ্ডগোল থাকে তাহলে সে একটা দুটো ম্যাচেই রান করতে পারবে। ধারাবাহিকভাবে রান করা সম্ভব নয়।"  


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়