নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিকে নিয়ে আগ্রহ শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। সীমান্তের ওপারেও রয়েছেন বিরাটভক্তরা। পাকিস্তানে সে দেশের ক্রিকেটারদের থেকে জনপ্রিয় ভারত অধিনায়ক। গত একবছরে ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলিকে নিয়েই সবচেয়ে বেশি সার্চ করেছেন পাকিস্তানিরা, এমনটাই জানিয়েছে গুগল ট্রেন্ড।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপমহাদেশে ক্রিকেট ধর্মে পরিণত হয়েছে। ক্রিকেটারদের নিয়ে উত্সাহ থাকাটা স্বাভাবিক। গোটা দেশ ইতিমধ্যেই 'কোহলি' ম্যানিয়ায় আক্রান্ত। 'মাচো লুকসে'র সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স বিরাট কোহলিকে 'ব্র্যান্ড' করে তুলেছে। পাকিস্তানিদের মনেও জায়গা করে নিয়েছেন বিরাট। পাক ক্রিকেটারদের সঙ্গে বিরাটের সম্পর্কও অত্যন্ত ভাল। মহম্মদ আমিরের প্রত্যাবর্তন ম্যাচে তাঁকে ব্যাট উপহার দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। অনুষ্কা শর্মাকে বিয়ের পর সীমান্তের ওপার থেকেও শুভেচ্ছা পেয়েছিলেন বিরাট। তার মধ্যে ছিলেন বর্তমান ও প্রাক্তন পাক ক্রিকেটাররা।


আরও পড়ুন- ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্টে স্লেজ করেছিলেন স্টিভ ওয়, ফাঁস করলেন রাহুল


কোহলির পরই পাকিস্তানের অধিনায়ক ও উইকেটকিপার সরফরাজ আহমেদ, পেস বোলার মহম্মদ আমির ও ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে নিয়ে সার্চ করা হয়েছে পাকিস্তানে।