জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক মাস পরে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) অনেক ধাপ এগোলেন বিরাট কোহলি (Virat Kohli)। এশিয়া কাপে (Asia Cup 2022) দুরন্ত পারফরম্যান্সের জেরে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। ১৪ ধাপ এগোলেন বিরাট। অন্যদিকে, টি-টোয়ন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়েও বড় রকমের বদল ঘটল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট কোহলি সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন। দীর্ঘ দিনের শতরানের খরা কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭১তম শতরানও। এশিয়া কাপে পাঁচ ম্যাচে মোট ২৭৬ রান করেন তিনি। মহম্মদ রিজওয়ানের পরে বিরাটই ছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের ব়্যাঙ্কিং একলাফে ১৪ ধাপ এগিয়ে আসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বর্তমানে ব়্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছেন। 



আরও পড়ুন: Mahendra Singh Dhoni : ধোনির বিরুদ্ধে অভিযোগ তুলে বাইশ গজকে বিদায় জানালেন এই ক্রিকেটার! কে তিনি?


আরও পড়ুন: IND vs AUS : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, চোটের জন্য নেই তিন তারকা


এশিয়ার নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার জয়ের পিছনে বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন দলের ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার সেরাও নির্বাচিত হন তিনি। এর সুবাদেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর। প্রতিযোগিতায় নয় উইকেট নেওয়া হাসারাঙ্গা বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এসে ছয় নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায়ও উঠে এসেছেন শ্রীলঙ্কান তারকা। তিনি সাত ধাপ এগিয়ে এসে আইসিসির টি-টোয়েন্টি  ব়্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বর রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় অবশ্য এক নম্বরে উঠে এসেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি এশিয়া কাপে চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করেছেন। তাই তাঁকে পিছনে ফেলে এক নম্বর অলরাউন্ডারের স্থানটি দখল করে নিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)