IND vs AUS : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, চোটের জন্য নেই তিন তারকা

IND vs AUS : ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। 

Updated By: Sep 14, 2022, 01:39 PM IST
IND vs AUS : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, চোটের জন্য নেই তিন তারকা
ভারত সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই ভারতের (IND vs AUS) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযানে নামবে গতবারের জয়ী অস্ট্রেলিয়া (Australia)। এই জোড়া সিরিজের আগে বড় ধাক্কা খেল অ্যারণ ফিঞ্চের (Aaron Finch) অজিবাহিনী। কারণ ভারতে পা রাখার আগেই চোটের জন্য ছিটকে গেলেন দলের তিন তারকা ক্রিকেটার। ফলে মিচেল স্টার্ক (Mitchell Starc), মিচেল মার্শ (Mitchell Marsh) ও মার্কাস স্টোইনিসকে (Marcus Stoinis) ছাড়াই রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে খেলতে আসছে স্টিভ স্মিথ (Steve Smith)-প্যাট কামিন্সরা (Pat Cummins)।  

২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে চোটের কবলে দলের তিন ম্যাচ উইনার। বাঁহাতি জোরে বোলার স্টার্ক সবেমাত্র হাঁটুর চোট সারিয়ে উঠেছেন। মার্শ গোড়ালির চোটে ভুগছেন। অন্যদিকে অলরাউন্ডার স্টোইনিস সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। তাই বিশ্বকাপকে মাথায় রেখে তিনজনকে দেশে রেখে ভারতে পা রাখবে ক্যাঙ্গারুবাহিনী। 

আরও পড়ুন: Exclusive, Cafu : নভেম্বরে আসছেন কাফু! কলকাতায় মহারাজ, জোড়া বিশ্বকাপজয়ীর সাক্ষাৎ নিয়ে উন্মাদনা তুঙ্গে

আরও পড়ুন: Sourav Ganguly and Jay Shah : চাপে বোর্ড প্রধান সৌরভ-সচিব জয় শাহ! কুলিং অফ প্রত্যাহারে রাজি নয় সুপ্রিম কোর্ট

তিন তারকার জায়গায় ভারত সফরের দলে এসেছেন দুই জোরে বোলার ন্যাথান এলিস (Nathan Ellis) ও সিন অ্যাবোট (Sean Abbott)। এছাড়া সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ড্যানিয়েল সামস (Daniel Sams)। স্টোইনিস না থাকার জন্য শেষ পর্যন্ত প্রথম একাদশে আসতে পারেন আর এক অলরাউন্ডার টিম ডেভিড (Tim David)। ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে মোহালি, নাগপুর ও হায়দরাবাদে মুখোমুখি হবে দুই দল।  

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল : 

অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রীন, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

 

.