জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোর পর্যায়ের, শেষ ম্য়াচ হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium, Colombo)। ভারত মুখোমুখি হয়েছে বাংলাদেশের (IND vs BAN)। একেবারে নিয়মরক্ষার ম্যাচ, জেতা-হারায় কোনও দলেরই বিন্দুমাত্র ফারাক পড়বে না। পদ্মাপাড়ের ক্রিকেটীয় দেশ আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। অন্য়দিকে ভারত ফাইনালের টিকিট সংরক্ষণ করে ফেলেছে। আগামী রবিবার কাপযুদ্ধের খেতাবি লড়াইয়ে রোহিত শর্মারা (Rohit Sharma) মুখোমুখি হবেন দ্বীপরাষ্ট্রের। ভারত এই ম্য়াচে এক-দু'টি নয়, একেবারে পাঁচটি পরিবর্তন এনেছে। বিরাট কোহলি (Virat Kohli) জায়গা করে দিয়েছেন তিলক বর্মাকে (Tilak Varma)। তরুণ ব্য়াটার এদিন অভিষেক করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Afghan Mystery Girl: পিঠে বিরাটের 'আঁচড়', চাইছেন আবার হোক, কে এই সুন্দরী?


কোহলিকে এদিন পাওয়া গেল অন্য় ভূমিকায়। ড্রিংকস ব্রেকে কোহলি 'ওয়াটার বয়' হয়ে মাঠে ঢুকলেন। গোলাপি বিব জড়িয়ে তিনি অত্যন্ত মজা করতে করতে দৌড়ে এলেন মাঠে। কোহলির এই ভিডিয়ো রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। না খেলেও হৃদয়ে জিতলেন বিরাট। তিনি মাঠে থাকা মানেই মজাঠাট্টা চলবেই। একথা তাঁর সকল ফ্যানরাই জানেন। তবে এদিন না খেলেও, হাসির ডোজ দিয়ে গেলেন কিং।



আসলে সারা বিশ্বের কোটি কোটি মানুষ কোহলির ফ্যান। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম কোহলি। তিনি নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের কিং। সোশ্যাল মিডিয়ায় ২৫২ মিলিয়ন মানুষ ফলো করেন কোহলিকে। তাঁর ফ্যানরা এভাবেই পাগলামি করেন তাঁর জন্য। এদিন টস জিতে ভারত প্রথমে বল করছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তুলেছে ২২৩ রান।   সাকিব আল হাসান অল্পের জন্য সেঞুরি হাতছাড়া করেছেন এদিন। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ও দলের অধিনায়ক ৮৫ বলে করেছেন ৮০ রান। তহিদ হৃদয় করেছেন ৮১ বলে ৫৪ রান। 



আরও পড়ুন: PIC: রণলিয়ার সঙ্গে দেখা বাইশ গজের ব্রহ্মাস্ত্রের! সমাজমাধ্যমের পাতায় ফুটল মোটা হরফে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)