WATCH | Virat Kohli`s Car | BGT 2023: `দিল্লি বয়`ই নয়, তাঁর `টয়` দর্শনেও থ ভক্তরা! শিরোনামে এবার চারচাকাও
Virat Kohli Leaves In Swanky Car After Practice Session In Delhi: ঘরের মাঠে অনুশীলন করছেন বিরাট কোহলি। এটাই বড় খবর দিল্লির বাসিন্দাদের জন্য়। তবে কোহলি অরুণ জেটলি স্টেডিয়ামে যে, গাড়ি চেপে এসেছিলেন, সেই গাড়িও চলে এসেছে শিরোনামে। একের পর এক ভিডিয়ো ভাইরাল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচেই ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছে। নাগপুরে জয়ধ্বজা উড়িয়েই রোহিত শর্মা অ্যান্ড (Rohit Sharma) কোং প্যাট কামিন্সদের সিংহাসনচ্যুত করে টেস্টের এক নম্বর দল হয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া (Arun Jaitley Stadium in Delhi) দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। দীর্ঘদিন পর 'ঘরের ছেলে' বিরাট কোহলি (Virat Kohli) তাঁর ঘরের মাঠে খেলতে নামছেন। জন্মসূত্রে বিরাট 'দিল্লি বয়', তবে থাকেন মুম্বইতে। কোহলি অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন সারতে এসেছিলেন পর্শে কোম্পানির প্যানামেরা (Porsche Panamera) মডেলের গাড়ি চালিয়ে। দেড় কোটি টাকা থেকে শুরু করে আড়াই কোটি টাকারও বেশি কিছু (টপ মডেল) দামে এই গাড়ি পাওয়া যায়। অনুশীলনের পর কোহলি যখন পর্শে প্যানামেরা চেপে বেরিয়ে যাচ্ছিলেন, তা দেখে থ হয়ে যান ফ্যানরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। শুধু 'দিল্লি বয়'ই নয়, তাঁর 'টয়' দর্শনেও থ ভক্তরা! কোহলি যদিও আগেই জানিয়ে ছিলেন যে, তিনি গাড়ি চালিয়েই স্টেডিয়ামে আসবেন।
আরও পড়ুন: BGT 2023: ২৪ বছর আগে কুম্বলের কীর্তি মনে করিয়ে ওয়ার্নার-স্মিথদের ভয় দেখালেন ভারতের প্রাক্তন তারকা
প্রাক্তন ভারত অধিনায়ক কোহলি ২০১৫ সালে দিল্লিতে প্রথমবার খেলেছিলেন দেশের দায়িত্ব পাওয়ার পর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ম্যাচে ৪৪ ও ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর দুই বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে করেছিলেন ২৪৩ রান। সেই ২০১৭-র পর কোহলি ফের ২০১৯ সালে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেলা হয়েছিল। নাগপুরে কোহলির ব্যাট কথা বলেনি। মাত্র ২৬ বলে ১২ রান করেছিলেন তিনি। সাড়ে তিন বছরের খরা কাটিয়ে সীমিত ওভারের ফরম্যাটে করেছেন শতরান। এরমধ্যে গত ন'টি একদিনের ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। গত বছর এশিয়া কাপ থেকে টিম ইন্ডিয়াছিটকে গেলেও, আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম শতরান। তবে টেস্ট ক্রিকেটে তিন অংকের এখনও অধরা। লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। গত বছরের শেষে টাইগার্সদের বিরুদ্ধে সফল হননি 'কিং কোহলি'। দুটি টেস্টের চার ইনিংসে তাঁর রান মাত্র ৪৫। বিপক্ষের স্পিনাররা তাঁকে বারবার সমস্যায় ফেলেছিল। তবে অফ ফর্মে থাকলেও কোহলি যে অস্ট্রেলিয়ার কাছে বিরাট ফ্যাক্টর সেটা সবাই জানেন।