BGT 2023: ২৪ বছর আগে কুম্বলের কীর্তি মনে করিয়ে ওয়ার্নার-স্মিথদের ভয় দেখালেন ভারতের প্রাক্তন তারকা
২৪ বছর আগের কথা। ৭ ফেব্রুয়ারি দিল্লির (Delhi) হাড় কাঁপিয়ে দেওয়া শীতের সকাল। ফিরোজ শাহ কোটলার (Feroz Shah Kotla) বাইশগজে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন অনিল কুম্বলে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে সিরিজের প্রথম টেস্ট। এবার 'মিশন দিল্লি'। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্টের বাইশ গজও স্পিনারদের সাহায্য করবে সেটা সবার জানা। আর তাই এবার অরুণ জেটলি স্টেডিয়ামে নামার আগে অনিল কুম্বলের (Anil Kumble) কথা মনে করালেন ভারতের প্রাক্তন তারকা অজয় জাদেজা।
জাদেজার বক্তব্য, "দিল্লির পিচে অনেক কম বাউন্স থাকবে। যেমনটা অতীতেও দেখা গিয়েছে। অনিল কুম্বলের কথা সবার মনে রাখা উচিত। এই দলের যে কোনও বোলারের কুম্বলের মতো কীর্তি গড়ার ক্ষমতা রয়েছে। তবে এবার যদি পিচে ঘাস থাকে, তাহলেও ভারতীয় দল চাপে থাকবে না। কারণ ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলাররাও দারুণ ছন্দে রয়েছে। "
আরও পড়ুন: Cheteshwar Pujara 100th Test, BGT 2023: শততম টেস্ট খেলতে নামা 'চিন্টু'-তে মোহিত রাহুল দ্রাবিড়
আরও পড়ুন: BCCI vs Chetan Sharma Controversy: তৃতীয় টেস্টের দল নির্বাচনে থাকবেন চেতন? আলোচনা তুঙ্গে
ঠিক ২৪ বছর আগের কথা। ৭ ফেব্রুয়ারি দিল্লির (Delhi) হাড় কাঁপিয়ে দেওয়া শীতের সকাল। ফিরোজ শাহ কোটলার (Feroz Shah Kotla) বাইশগজে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন অনিল কুম্বলে। লেগ স্পিন, গুগলি, ফ্লিপারকে হাতিয়ার করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) একাই শেষ করে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) সর্বকালের সেরা অন্যতম ম্যাচ উইনার। ইংল্যান্ডের (England) প্রাক্তন অফ স্পিনার জিম লেকারের (Jim Laker) পর কুম্বলে হলেন আন্তর্জাতিক মঞ্চে দ্বিতীয় বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। কুম্বলের বোলিং ফিগার ছিল ২৬.৩-৯-৭৪-১০। তাঁর সেই কীর্তির সুবাদে ওয়াসিম আক্রমের (Wasim Akram) দলের বিরুদ্ধে ২১২ রানে জিতেছিল ভারত।
শুধু জয় নয়। দিল্লি টেস্ট জিতে চেন্নাইতে আয়োজিত প্রথম টেস্ট হারের বদলাও নিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) ভারতীয় দল। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭১ রান চেজ করতে নেমেছিল ভারত। তবে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) পিঠের ব্যথা নিয়ে ১৩৬ রান করলেও, ভারত সেই টেস্ট ১২ রানে হেরে যায়। দিল্লি টেস্ট জয়ের পর ১-১ ফলাফলে শেষ হয়েছিল সেই হাইভোল্টেজ সিরিজ। তাই ২৪ বছর আগে দিল্লিতে সেই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট প্রেমীদের কাছে আরও গুরুত্বপূর্ণ।
টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫২ রান তোলে ভারত। আজহার সর্বাধিক ৬৭ ও সদগোপান রমেশ ৬০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংসেও কুম্বলে ৭৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। হরভজন সিং নিয়েছিলেন ৩০ রানে ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ৯৬ রান করেছিলেন বাঁহাতি ওপেনার রমেশ। ৬২ রানে অপরাজিত থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে সেই টেস্ট জেতার জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান। এখন দ্বিতীয় টেস্টে ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ভারতের প্রাক্তন অধিনায়কের মতো কীর্তি গড়তে পারেন কিনা সেটাই দেখার।