নিজস্ব প্রতিবেদন:  করোনায় জর্জরিত ২০২০ সাল হয়তো দ্রুত ভুলতে চাইবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০২০ সালে একটাও সেঞ্চুরি করেননি কিং কোহলি। ২০০৮ সালে অভিষেক হওয়ার পর এই প্রথম বিরাট একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পাননি ২০২০ সালে। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটা সেঞ্চুরি করতে পারলেই বিশ্বরেকর্ড গড়বেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অধিনায়ক হিসেবে সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি এক আসনে। দুজনেরই সেঞ্চুরির সংখ্যা বর্তমানে ৪১। ৩২৪ ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি করেছেন রিকি পন্টিং। অন্যদিকে বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে এখন পর্যন্ত ১৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি করেছেন।


আরও পড়ুন-  IPL 2021: Smith-Warnerদের IPL খেলা নিয়ে কড়াকড়ি Cricket Australia'র  


ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচে খেলতে পারবেন ক্যাপ্টেন কোহলি। আর এই সিরিজে মাত্র একটি সেঞ্চুরি করতে পারলেই রিকি পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়বেন বিরাট কোহলি।


আরও পড়ুন-লঙ্কা শিবিরে করোনার হানা, Covid আক্রান্ত কোচ ও তারকা ওপেনার