নিজস্ব প্রতিবেদন : লর্ডসে ইংল্যান্ডের কাছে টেস্ট হারের পাশাপাশি ধাক্কা খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলিকে টপকে আবার এক নম্বরে চলে এলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এজবাস্টন টেস্টের পর এই স্মিথকে সরিয়েই শীর্ষে উঠে এসেছিলেন কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - হারের কৈফিয়ত দিতে হবে! বোর্ডের তোপের মুখে কোহলি-শাস্ত্রী


লর্ডস টেস্টের দুই ইনিংসেই কম রানে আউট হয়ে যান ভারত অধিনায়ক। লর্ডসে কোহলির ব্যাট থেকে দুই ইনিংসে এসেছে ২৩ ও ১৭ রান। ফলে স্বাভাবিকভাবেই এক নম্বর ব্যাটসম্যানের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন ভারত অধিনায়ক। এজবাস্টনে প্রথম টেস্টে দুই ইনিংসে ১৪৯ ও ৫১ রান করে নির্বাসিত অজি অধিনায়ক স্টিভ স্মিথকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন বিরাট কোহলি। লর্ডসে ভরাডুবির পর সেই বিরাট কোহলি তাঁর জায়গা হারালেন নির্বাসিত স্টিভ স্মিথের কাছেই। বল বিকৃতি কাণ্ডে নাম জড়িয়ে যিনি অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। দ্বিতীয় টেস্টের খারাপ ব্যাটিং বিরাটকে নামিয়ে দিল দুই নম্বরে।    



তবে শুধু কোহলিই নন, লর্ডস টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে প্রায় সব ভারতীয় ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়েই প্রভাব পড়েছে। ব্যতিক্রম শুধুমাত্র আর অশ্বিন। দুই ইনিংসে ২৯ ও অপরাজিত ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।



লর্ডসে ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক জেমস জিমি অ্যান্ডারসন। এই পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জিমি। শুধু তাই নয় ৯০০ পয়েন্টের সীমা টপকালেন তিনি। ৩৮ বছরের মধ্যে অ্যান্ডারসনই হলেন প্রথম ইংল্যান্ড বোলার, যিনি ৯০০ পয়েন্টের গণ্ডি টপকালেন। অ্যান্ডারসনের পয়েন্ট এখন ৯০৩।