নিজস্ব প্রতিবেদন : ২০১৭ সালে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ গত বছরের মতো এবারও ২০১৮ সালের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কারও উঠল কোহলির হাতেই৷ আইসিসি বা বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার নয়, কোহলিকে এমন সম্মান দিলেন ব্রিটিশরা। ব্রিটিশ সমর্থক দল বার্মি আর্মির বিচারে পর পর দু'বছর বর্ষসেরা ক্রিকেটার হলেন চিকু।   সারা বছর রুট-মর্গ্যানদের হয়ে গলা ফাটানো এবং প্রতিপক্ষ দলের প্রাণ ওষ্ঠাগত করে তোলা বার্মি আর্মি এমন সম্মান তুলে দিল বিরাটের হাতে৷ তাদের বিচারে পর পর দু’বছর বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - চোট নিয়েই ফাইনালে খেলেছিলেন এমবাপে!


গত বছর বার্মি আর্মির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে কোহলিকে সেরা বেছে নেওয়ার কথা জানানো হয়েছিল বার্মি আর্মির তরফে। এক ভিডিওবার্তায় কোহলিও ধন্যবাদ জানিয়েছিলেন বার্মি আর্মিকে৷এবার ইংল্যান্ড সফর চলাকালীন কোহলিকে সামনে পেয়ে সেই স্মারক দু'টি তুলে দেওয়া হল তাঁর হাতে৷ চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর কোহলিকে এই স্মারক তুলে দেয় বার্মি আর্মি৷ দু'বছরের জন্য দু'টি আলাদা আলাদা স্মারক উপহার দেওয়া হয় তাঁকে৷



সারা বছর রুট-মর্গ্যানদের হয়ে গলা ফাটানো এবং প্রতিপক্ষ দলের প্রাণ ওষ্ঠাগত করে তোলা বার্মি আর্মির বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়ে খুশি বিরাট কোহলি। যারা ২০১৪ সালে খারাপ সময়ে বিরাটের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তাদের কাছ থেকে এমন স্বীকৃতি আলাদা মাত্রা যোগ করে বলে জানিয়েছেন বিরাট কোহলি।